সপ্তমীতে সোজা পথে ফিরবে বুধ, দুর্গার কৃপায় প্রচুর অর্থ লাভ ৩ রাশির ভাগ্য

 


ODD বাংলা ডেস্ক: অক্টোবর মাসের প্রথমেই নিজের বক্রী দশা সমাপ্ত করে মার্গী হবে বুধ। ১০ সেপ্টেম্বর কন্যা রাশিতে বুধের বক্রী (Mercury Retrograde) দশা শুরু হয়েছিল। এবার ২ অক্টোবর রবিবার এই রাশিতেই মার্গী হবে গ্রহের যুবরাজ। কন্যা রাশিতে বুধ  উচ্চস্থ থাকে। এ কারণে এই রাশিতে বুধ মার্গী হলে সমস্ত রাশির জাতকের ওপর এর প্রভাব পড়বে। তবে তিনটি রাশির জাতকদের জন্য মার্গী বুধ বিশেষ লাভপ্রদ প্রমাণিত হতে চলেছে। কোন তিনটি রাশি এই তালিকায় আছে জেনে নেওয়া যাক।


সিংহ রাশি 

বুধ মার্গী  হওয়ার সঙ্গে সঙ্গে সিংহ রাশির জাতকদের ভালো দিনের সূচনা হতে পারে। আপনাদের গোচর কোষ্ঠীর দ্বিতীয় কক্ষে বুধ মার্গী হবে। একে জ্যোতিষ শাস্ত্রে ধন ও বাণীর স্থান মনে করা হয়। তাই এই সময়কালে আকস্মিক ধনলাভ করবেন সিংহ রাশির জাতকরা। পাশাপাশি আটকে থাকা অর্থও লাভ করতে পারেন আপনারা। পাশাপাশি ব্যবসায় কোনও গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হতে পারে। এমনকি এ সময় অংশীদারীত্বের কাজ শুরু করতে পারবেন। সিংহ রাশির যে জাতকদের কেরিয়ার বাণী ও মার্কেটিংয়ের সঙ্গে জড়িত যেমন আইনজীবী, শিক্ষক ইত্যাদি তাঁদের জন্য সময় ভালো। সূর্য সিংহ রাশির অধিপতি। আবার সূর্য ও বুধের মধ্যে বন্ধুত্ব রয়েছে। তাই এই গোচর আপনাদের জন্য লাভপ্রদ থাকবে।


বৃশ্চিক রাশি 

বুধ সোজা পথে হাঁটা শুরু করলে কেরিয়ার ও ব্যবসায় প্রত্যাশিত সাফল্য লাভ করতে পারবেন বৃশ্চিক রাশির জাতকরা। কারণ আপনার গোচর কোষ্ঠীর একাদশ স্থানে বুধ মার্গী হচ্ছে। এটি আয় ও লাভ স্থান হিসেবে চিহ্নিত। জ্যোতিষ গণনা অনুযায়ী এ কারণে বৃশ্চিক জাতকদের ভালো আয় বৃদ্ধি হবে। পাশাপাশি জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কে মাধুর্য আসবে। পারিবারিক পরিবেশও ভালো থাকবে। বাড়িতে ধর্মীয় ও শুভ অনুষ্ঠান আয়োজিত হতে পারে। পাশাপাশি এ সময়ে আয়ের নতুন নতুন উৎস হাতে আসবে। ভাগ্যের পূর্ণ সঙ্গ পাবেন বৃশ্চিক রাশির জাতকরা। বহু দিন ধরে আটকে থাকা কাজ পূর্ণ হতে শুরু করবে। শেয়াক মার্কেট, বেটিং, লটারির মাধ্যমে ভালো ধনলাভ হতে পারে। আপনার ব্যবসা যদি বুধ ও মঙ্গলের সঙ্গে সম্পর্কযুক্ত হয়, তা হলে ভালো ধনলাভ করবেন।


ধনু রাশি 

বুধ মার্গী  হলেই শুভ ফলাফল পেতে শুরু করবেন ধনু রাশির জাতকরা। এই রাশির দশম অর্থাৎ কাজ, ব্যবসা ও চাকরির কক্ষে বুধ মার্গী হবে। তাই ধনু রাশির জাতকরা এ সময় নতুন চাকরির সুযোগ পেতে পারেন। পাশাপাশি এই রাশির যে জাতকরা চাকরি করছেন তাঁদের পদোন্নতি ও বেতনবৃদ্ধি হতে পারে। এই রাশির ব্যবসায়ী জাতকরা ব্যবসা বিস্তার পর্যন্ত করতে পারেন। ব্যবসার কারণে যাত্রা করে থাকলে তার ফলে লাভ অর্জন করতে পারবেন। কর্মক্ষেত্রের টার্গেট অ্যাচিভ করতে পারবেন। আধিকারিক ও সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.