মর্মান্তিক! গোটা দেহ বাইরে, ভিতরে শুধু পা! লিফটে পিষে মৃত্যু হল শিক্ষিকার


ODD বাংলা ডেস্ক: লিফটে শুধুমাত্র পা টুকু রাখতে পেয়েছিলেন শিক্ষিকা। তাড়াহুড়োয় সময় বাঁচাতে সিঁড়ি ভাঙতে চাননি তিনি। কিন্তু, লিফটই যে চরম বিপদ ডেকে আনবে, তা ভাবতেও পারেননি ওই শিক্ষিকা। গোটা দেহ বাইরে, চলতে শুরু করল লিফট। অনেক চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। লিফট ও দেওয়ালে পিষে মৃত্যু হল ২৬ বছরের তরুণীর। শুক্রবার মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে মালাডে। নিহত শিক্ষিকার নাম জিনেল ফার্নান্ডেজ। তিনি মুম্বইয়ের সেন্ট মেরি প্রাথমিক স্কুলের শিক্ষিকা ছিলেন। তাঁর আর্তনাদ শুনে ছুটে আসেন সকলে এবং বহু চেষ্টার পর ওই শিক্ষিকার দেহ বার করা সম্ভব হয়। তড়িঘড়ি তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.