‘অল ইজ নট ওয়েল’, রাষ্ট্রসংঘের সাধারণ সভায় উদ্বেগপ্রকাশ প্রিয়াঙ্কা চোপড়ার
ODD বাংলা ডেস্ক: একদিকে চরম দারিদ্র। নিরন্ন মানুষের হাহাকার। অন্যদিকে অতিমারী। সঙ্গে দোসর জলবায়ু পরিবর্তন। এইসব কিছু নিয়েই এবার উদ্বেগপ্রকাশ করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় দেওয়া ভাষণে প্রিয়াঙ্কা বলেন, “বিশ্ব এক সন্ধিক্ষণের মুখে দাঁড়িয়ে রয়েছে। এই সময় সব দেশকে একসঙ্গে কাজ করতে হবে। তবেই কোভিড অতিমারী, জলবায়ু পরিবর্তন, খিদের বিরুদ্ধে লড়াইয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে জয় আসবে।” বর্তমান বিশ্বের সবকিছু ‘ভাল নেই’ বলেও আপেক্ষের সুর শোনা গেল‘দেশি গার্ল’-র গলায়। প্রসঙ্গত, রাষ্ট্রসংঘের অন্তর্গত ‘ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলেড্রস ইমার্জেন্সে ফান্ড’ বা ‘ইউনিসেফ’-র গুডউইল অ্যাম্বাসাডার পদ রয়েছে প্রিয়াঙ্কা। সেই কারণেই সোমবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভাষণ দেন তিনি।
Post a Comment