ট্রেন বাতিলের প্রতিবাদে রেল অবরোধ হুগলির একাধিক স্টেশনে, চূড়ান্ত দুর্ভোগে যাত্রীরা


ODD বাংলা ডেস্ক: একাধিক দূরপাল্লা ও লোকাল ট্রেন বাতিল। যেসব ট্রেন চলছে, তাতে অতিরিক্ত যাত্রীদের চাপ। সপ্তাহের প্রথম দিন নিত্যযাত্রীরা নাকাল। আর সেই ক্ষোভের রেশ আছড়ে পড়ল রেল স্টেশনগুলিতে। সোমবার সকাল থেকে হাওড়া-বর্ধমান মেন লাইনের একাধিক স্টেশনে ট্রেন অবরোধ করে প্রতিবাদে নামলেন যাত্রীরা। দীর্ঘক্ষণ চলে অবরোধ। যার জেরে থমকে বহু ট্রেন। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে নাকাল হন যাত্রীরা। পরিস্থিতি নিয়ে চিন্তায় রেল কর্তৃপক্ষ।এদিন সকাল সাড়ে ৭টা থেকে হাওড়া-বর্ধমান মেন লাইনে অবরোধ শুরু করেন যাত্রীরা। পরপর হুগলির খন্যান, তালাণ্ডু, পাণ্ডুয়ায় যথাক্রমে ৭.৪০,৭.৪৫ নাগাদ আটকে দেওয়া হয় ট্রেন। তাতে প্রচুর যাত্রী আটকে পড়েন। গন্তব্যে পৌঁছতে চূড়ান্ত ভোগান্তির শিকার হন তাঁরা। দেড়, দু’ঘণ্টা ধরে চলে অবরোধ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.