সাগরে আবারও নিম্নচাপের সম্ভাবনা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

ODD বাংলা ডেস্ক: বৃষ্টি হলেও অস্বস্তিকর গরম থেকে নিস্তার নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গবাসী। এই পরিস্থিতিতে খানিকটা স্বস্তির বার্তা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। তার প্রভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণের জেলাগুলিতে।হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত। আগামী ৪৮ ঘণ্টায় সেটি নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপ তৈরি হলে দক্ষিণবঙ্গের ভাগ্যে জুটতে পারে বৃষ্টি। দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় আগামী শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.