‘চুল কেটে নেয় তালিবান’, ভারতে এসে ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা আফগান শিখ শরণার্থীর


ODD বাংলা ডেস্ক: গতবছর আফগানিস্তান দখল করেছে তালিবান। তারপরই থেকেই সে দেশের হাতেগোনা সংখ্যালঘুদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। রবিবার জেহাদিদের হাত থেকে বাঁচতে ভারতে পালিয়ে আসেন ৫৫ জন আফগান শিখ। তাঁদেরই মধ্যে বলজিৎ সিং নামের এক আফগান শিখ যুবক তালিবানের ভয়াবহ অত্যাচারের বর্ণনা দিয়ে বলেন, “আফগানিস্তানের অবস্থা খুব একটা ভাল নয়। আমাকে চারমাস জেলে বন্দি করে রাখা হয়েছিল। তালিবান আমাদের প্রচণ্ড ঠকিয়েছে। জেলে আমাদের চুল কেটে নেওয়া হয়। ভারতে আসতে পেরে এবং নিজের ধর্মে ফিরতে পেরে আমি খুব খুশি।” সুখবীর সিং খালসা নামের অন্য এক শরণার্থী বলেন, “দ্রুত আমাদের ভিসা দিয়ে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারকে ধন্যবাদ। এখনও আমাদের পরিবারের ৩০ থেকে ৩৫ জন আফগানিস্তানে এআটকে রয়েছেন।”অমৃতসরের শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির তরফে দুর্দশাগ্রস্ত সংখ্যালঘুদের সরিয়ে নেওয়ার জন্য ওই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছিল। জানা গিয়েছে, ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ৪৩ জন হিন্দু এবং শিখ এখনও আফগানিস্তানে রয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.