হাজির সবুজ বাজির ‘কিউআর কোড’, তবু বিক্রি নিয়ে ধোঁয়াশা


ODD বাংলা ডেস্ক: গত দু’বছরে উৎসবের মরসুমে কোনটা সবুজ বাজি আর কোনটা নয়, তা ধরতেই কালঘাম ছুটেছিল পুলিশের। সবুজ বাজির বাক্সের গায়ে কিউআর কোড থাকে, নির্দিষ্ট মোবাইল অ্যাপ্লিকেশনের সাহায্যে ‘স্ক্যান’ করলেই কোনটা আসল আর কোনটা নকল বেরিয়ে আসবে। কিন্তু অভিযোগ উঠেছিল, সাধারণ কাগজেই কিউআর কোডের মতো ছেপে বাক্সের গায়ে সেঁটে দেদার বিক্রি হচ্ছে সবুজ বাজির নামে নিষিদ্ধ বাজি!তবে বাজি ব্যবসায়ী সংগঠন সূত্রের খবর, নিরি-র দফতরে একাধিক পরীক্ষার পরে সব ক’টি বাজিই পাশ করেছে। এর পরেই নিরি-র তরফে সবুজ বাজি তৈরির ছাড়পত্র মিলেছে। এ বার আসতে শুরু করেছে বৈধ কিউআর কোড। প্রথম ব্যবসায়ীর ফুলঝুরির জন্য দেওয়া সেই কিউআর কোড এসে পৌঁছেছে শুক্রবার। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.