SFI-DYFI-এর ইনসাফ সভা: ধর্মতলায় থিকথিকে ভিড়, সভা ২১ জুলাইয়ের জায়গায়

ODD বাংলা ডেস্ক: বামেদের দখলে ধর্মতলা চত্বর। অবরুদ্ধ মধ্য কলকাতা। পতাকা হাতে এসএফআই-ডিওয়াইএফআই কর্মীদের স্লোগান উঠছে, সুদীপ্ত, মইদুল, আনিস হত্যার সিবিআই তদন্ত-ইনসাফ চাই, যোগ্য চাকরিপ্রার্থীদের প্রাপ্য চাকরি চাই। কোচবিহার থেকে কাকদ্বীপ কাতারে কাতারে বাম ছাত্র, যুবদের গন্তব্য ধর্মতলা।সভার অনুমতি ঘিরে গত সপ্তাহভোর লালবাজার ও বাম ছাত্র-যুব সংগঠন নেতৃত্বের মধ্যে টানাপোড়েন চলেছে। শেষ পর্যন্ত ভিক্টোরিয়া হাইসের সামনে ইনসাফ সভার অনুমতি দেয়নি লালবাজার। ফলে ডোরিনা ক্রসিংয়ে বাঁধা হয় মঞ্চ। কিন্তু, এসএফআই-ডিওয়াইএফআই নেতা, কর্মীরা বেলা গড়াতেই ভিড় জমাতে শুরু করেন ধর্মতলা চত্বরে। ধর্মতলাতেই সভা হবে বলে হুঙ্কার ডিওয়াইএফআই-এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। শেষ পর্যন্ত ধর্মতলাতেই সভা হচ্ছে। তৃণমূলের ২১ জুলাইয়ের জায়গাতেই সভা করছে বাম ছাত্র, যুবরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.