শারদ উল্লাস ২০২২, আরও বড় আরও রঙিন

Odd বাংলা ডেস্ক: শরৎ এমন একটা ঋতু যখন প্রকৃতির পাশাপাশি মানুষের মনের কোণে কোথাও যেন এক চিলতে রোদ লাগে। 

বাঙালির দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি ঘটে বোধনের মাধ্যমে আগমনীর আগমনে। মা আসছেন। 



দুর্গাপুজোকে ইউনেসকোর হেরিটেজ স্বীকৃতি প্রদান এ বছর উৎসবের জন্য নিঃসন্দেহে অনন্য সংযোজন। "শারদ উল্লাস"-২০২২ কে কেন্দ্র করে উন্মাদনা এখন তুঙ্গে। 



ক্লাব গুলো "শারদ উল্লাস" প্রতিযোগিতায় অংশগ্রহণে বিনা প্রলোভনে আগ্রহী।

বিগত কয়েক দিন ধরে বিভিন্ন সাজে প্রতিমার মতো মডেলদের তুলির ছোঁয়ায় রাঙিয়েছেন মেকআপ আর্টিস্ট আর সেই সুসজ্জিত

রূপ ফটোগ্রাফার ক্যামেরায় সযত্নে লালন করেছেন সেই সঙ্গে গ্রাফিক ডিজাইনার তা ব্যানারে ফুটিয়ে তুলেছেন। 

মডেলদের শারদীয়া করে তুলতে মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার, পোশাক-অলঙ্কার  সরবরাহকারী,  


ডিজাইনার সকলের নিরলস প্রচেষ্টা ছিল চোখে পড়ার মতো। 



এ বছর কিছু অটিস্টিক মডেল ছিল। 'সানসাইন অটিজম কেয়ার সোসাইটি'র কাছ থেকে এ বিষয়ে বিশেষ সহযোগিতা প্রাপক "শারদ উল্লাস"। 



প্রস্তুতি চলছে মডেলদের সুসজ্জিত রূপ সহ ব্যানারগুলো বিভিন্ন পুজোমণ্ডপে পৌঁছে দেওয়ার। 

সেরা পুজো, সেরা থিম, সেরা আইডল, সেরা মণ্ডপসজ্জা অ্যাওয়ার্ড হিসাবে ট্রফি প্রদান করা হবে সেরা পুজোমণ্ডপগুলোকে।  

শুরু থেকে শেষ পর্যন্ত পুরো শিল্প ও অন্যান্য খাতে কারা কোন বিষয়ে কিভাবে সহযোগিতা করেছেন সেই ব্যাপারটার  তিন মিনিটের ভিডিও "শারদ উল্লাস" হোয়াটসঅ্যাপ গ্রুপে মহালয়ার আগে পাঠাতে সমস্ত ক্লাবগুলোকে অনুরোধ করা হচ্ছে।









কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.