আমির খানের বিরুদ্ধে অভিযোগ পেয়েও চুপ ছিল পুলিশ! গার্ডেনরিচে টাকা উদ্ধার কাণ্ডে ক্লোজ SI

ODD বাংলা ডেস্ক: গার্ডেনরিচের ব্যবসায়ীর ছেলে আমির খানের বিরুদ্ধে অভিযোগ দেড় বছর আগেই দায়ের হয়েছিল। কিন্তু কোনও ব্যবস্থা নেয়নি পার্কস্ট্রিট থানার পুলিশ। এই অভিযোগে এবার ওই থানার এসআইকে ক্লোজ করল কলকাতা পুলিশ। কর্তব্যে গাফিলতির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছিল, চিনা মোবাইলের গেমিং অ্যাপ ‘ই নাগেটস’ বানিয়েছিলেন আমির খান। ইউজাররা গেম জিতলেই ওয়ালেটে জমা পড়ত টাকা। কোনও সমস্যা ছাড়াই সেই টাকা তুলে নিতে পারতে তারা। কম টাকা বিনিয়োগ করে মোটা টাকা ফেরত পাচ্ছিল সকলে। ওয়ালেট থেকে সহজেই সেই টাকা তুলে নেওয়াও যেত। এরপরই লাভের আশায় অতিরিক্ত টাকা বিনিয়োগ করতে শুরু করে ইউজাররা। আর তখনই শুরু হয় প্রতারকের আসল খেলা!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.