নবরাত্রির ৯দিনের রয়েছে বিশেষ গুরুত্ব, জেনে নিন বিস্তারিত

ODD বাংলা ডেস্ক: নবরাত্রি বা দুর্গাপুজো কিন্তু কেবল বাঙালি নয়, হিন্দুদের অন্যতম বড় উৎসব। পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে যেমন দুর্গাপুজো অনেক বড় করে পালিত হয়, তেমনই দেশের অন্য প্রান্তে নবরাত্রি পালিত হয় মহা ধুমধাম করে।

মহালয়ার পরই প্রতিপদ শুরু হয়। এরপর দ্বিতীয়া, তৃতীয়া করে একটি একটি করে দিন গিয়ে আসে বিজয়া দশমী। বাঙালিদের ক্ষেত্রে ষষ্ঠী থেকে শুরু হয় দেবীর আরাধনা, চলে নবমী পর্যন্ত। প্রতিপদের পরে প্রথম দিন থেকে শুরু করে নবমী পর্যন্ত প্রতিটি দিনের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে।  জেনে নিন সেগুলি-

প্রতিপদ মহালয়ার পরে প্রতিপদে দেবী দুর্গা হিমালয়ের কন্যা শৈলপুত্রীর রূপ নেন। শক্তির আর একটি রূপ এটি।

দ্বিতীয়ায় দেবী হন 'ব্রহ্মচারিণী'। পার্বতীর নানা রূপের মধ্য়ে একটি হল এই রূপ।

তৃতীয়ায় মা দুর্গা চন্দ্রঘণ্টরূপী হন। সাহসী ও সৌন্দর্যের প্রতীক এই রূপ।

চতুর্থীতে কুশমুণ্ডের রূপ নেন দেবী দুর্গা। পুরাণ অনুযায়ী দেবীর এই রূপে সারা বিশ্বের সৃষ্টিকর্ত্রী। 

পঞ্চমীতে স্কন্ধমালার রূপ নেন মা দুর্গা। 

ষষ্ঠীর দিন দেবী কাত্য়ায়ণী রূপে পূজিত হন। এই রূপটিতে রয়েছে চারটি হাত ও ত্রিনয়ন। দেবীর বাহন হল সিংহ। 

নবরাত্রির সপ্তম দিনটিতে দেবী হন কালরাত্রি। এইদিনে ভক্তদের সাহস ও উৎসাহ প্রদান করেন মা। 

অষ্টমীর দিন দেবী হন মহাগৌরী। দেবীর এই রূপটি সবচেয়ে সুন্দর। 

নবমীর দিনে দেবী হন সিদ্ধিদাত্রী। অষ্টসিদ্ধিতে বেষ্টিত থাকেন দেবী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.