পৃথিবীতে আঘাত হানছে সৌর ঝড়, গভীর সঙ্কটে ভূ-চৌম্বকীয় ক্ষেত্র

ODD বাংলা ডেস্ক: সৌরজগতের নক্ষত্র সূর্য থেকে সৃষ্টি ভূ-চৌম্বকীয় ঝড় আঘাত করছে পৃথিবীতে। তার ফলে প্রভাব পড়ছে পৃথিবীর ভূ-চৌম্বকীয় ক্ষেত্রে। পৃথিবীর উপর ফের আছড়ে পড়েছে সৌর-ঝড়। ফলে পৃথিবীর ভূ-চৌম্বকীয় ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। সূর্যের তীব্র কার্যকলাপে বারবার অগ্ন্যুৎপাত হয়ে চলেছে। বর্তমানে সৌর-চক্র সর্বোচ্চ ক্রিয়াকলাপের অবস্থায় পৌঁছেছে। এর ফলে সংখ্যায় অনেক বেশি তৈরি হচ্ছে সৌর ঝড়। আবার সেই ঝড়ের ফলে উচ্চ গতির কণা এবং করোনাল ভর নির্গমন হয়েই চলেছে। শনিবার ভূ-চৌম্বকীয় ঝড় আঘাত হানে পৃথিবীতে। সৌর প্রবাহের সঙ্গে ছোটো এই জি-ওয়ান শ্রেণির ঝড়ের ফলে অরোরা ও রেডিও ব্ল্যাক আউট তৈরি করে। স্পেস ওয়েদার ডট কমের তরফে সৌর কার্যকলাপ ট্র্যাক করে বলা হয়েছে, গ্রহের উচ্চ অক্ষাংশ এলাকায় আরও অরোরা ট্রিগার হতে পারে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.