পরপর দু’দিন বিক্ষোভের জের, আগামী ৭ দিন বর্ধমান-হাওড়া রুটে চলবে বিশেষ ট্রেন

ODD বাংলা ডেস্ক: ইন্টারলকিংয়ের কাজ চলায় হাওড়া-বর্ধমান লাইনে বাতিল হয়েছিল বেশকিছু ট্রেন। যার দরুন বিক্ষোভে উত্তাল হয় হুগলির একাধিক স্টেশন। ব্যাহত হয় ট্রেন পরিষেবা। কার্যত চাপে পড়েই একগুচ্ছ বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করল রেল। তবে এবার হাওড়া-বর্ধমান লাইনের ট্রেনযাত্রীদের জন্য সুখবর। বিক্ষোভের জেরে ওই রুটে বিশেষ কিছু ট্রেন চালানোর ব্যবস্থা করল রেল। ৭ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন এই রুটে চলবে বিশেষ ট্রেনগুলি। প্রতিটি হল্ট স্টেশনেও দাঁড়াবে এই ট্রেনগুলি। ফলে এই রুটের যাত্রীদের সমস্যার কিছুটা সুরাহা হবে বলেই মনে করছে রেল কর্তৃপক্ষ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.