বারবার টাকা চেয়ে ফূর্তি করে বয়ফ্রেন্ড, এই ৫ টেকনিকে সেই পথ বন্ধ করুন

 


ODD বাংলা ডেস্ক: দেখা গিয়েছে যে মহিলাদের জীবনে এমন সমস্যা তৈরি হয়ে যায় যা একদমই অন্য মোড় নেয়। এই পরিস্থিতিতে সতর্ক হয়ে যাওয়া ছাড়া উপায় নেই। এই যেমন ধরুন অনেকের বয়ফ্রেন্ড তাঁর কাছ থেকে টাকা চায় । এমনকী সেই টাকা দিয়ে নিজে ফূর্তি করে। এটা খারাপ বিষয়।


জীবনে সবকিছু নিজের মন মতো হয় না। আর সবথেকে বড় কথা মানুষকে খুব সহজে চেনাও যায় না। মাথায় রাখতে হবে যে মানুষের মন ঠিকমতো না বুঝতে পারলে কিন্তু অনেক গুরুতর সমস্যা দেখা যেতে পারে। এই যেমন আপনি হয়তো করে ফেললেন বড়সড় ভুল। যাকে বয়ফ্রেন্ড  হিসাবে মেনে নিলেন, তিনি হয়তো আপনার যোগ্যই নন।


বিশেষজ্ঞরা বলছেন, এমন অনেক সময়ই দেখা যায় যে মানুষ ঠিক যেমনটা চাইছেন, তার বিপরীত হচ্ছে। হয়তো মানুষটি চাইলেন একটা সৎ বয়ফ্রেন্ড। কিন্তু জুটল এমন মানুষ যিনি নিয়মিত আপনার কাছে টাকা চান। এটা খুবই জঘন্য একটা বিষয়। এটা মেনে নিলে সমস্যা তৈরি হয়ে যেতে পারে। এবার থেকে এই বিষয়টি মাথায় রাখতে হবে।


এই টাকা চাওয়ার বিষয়টি আপনি যদি নিয়মিত মেনে নিতে শুরু করে দেন, তবে সমস্যা তৈরি হয়ে যেতে পারে। তাই সতর্ক হয়ে যেতে হবে। আসুন জানা যাক বয়ফ্রেন্ড টাকা চাইলে  কী ভাবে সামলে নেবেন গোটা বিষয়টি-

​১. তাঁকে সোজাসুজি বলুন


তাঁকে সোজাসুজি বলতে হবে সমস্যার কথা। আপনি তাঁকে বলুন যে এভাবে টাকা আপনি দিতে পারবেন না। আর দেবেনই বা কেন। তাঁর তো টাকার কোনও প্রয়োজন নেই। শুধু বেকার খরচ করবেন বলে তিনি এই কথা বলে থাকেন।


​২. তাঁকে দেবেন না


শুধু বললে চলবে না। বরং আপনাকে ব্যবহারিক জীবনে সেই কথা মেনে চলতে হবে। তাই এবার থেকে তাঁকে টাকা দেওয়া বন্ধ করে দিন। তাঁকে টাকা না দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। তাই চিন্তার কোনও কারণ আপাতত নেই। এক্ষেত্রে একদিন-দুইদিন টাকা না দিলেই তিনি বুঝে যাবেন।


​৩. তাঁকে বোঝান


আপনার যদি এই মানুষটিকে ভালো লাগে, তবে শুধু টাকার জন্য সম্পর্ক খারাপ করা ঠিক হবে না। এই পরিস্থিতিতে মাথায় রাখতে হবে যে তাঁকে অন্তত কয়েকবার বোঝানোও যেতে পারে। তিনি বুঝতে পারলেই বহু সমস্যার সমাধান হয়ে যাবে। তাই অহেতুক চিন্তা কোনও কারণ নেই।


​৪. নিজেকেও আটকান


অনেক সময় দেখা যায় যে মানুষ নিজে খুব ভয়ে থাকেন। তিনি বুঝতে পারেন না যে এই টাকা দেওয়া বন্ধ করলে কী হবে! এমনকী সম্পর্ক ভাঙার ভয়ও অনেকের মধ্যে কাজ করে। এই পরিস্থিতিতে সতর্ক হয়ে যাওয়াটা খুবই জরুরি। তবেই তো সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তাই নিজেকে আটকান গোটা বিষয়টা থেকে।


​৫. সম্পর্ক থেকে বিরতি নিতে পারেন


টাকা দেওয়া বন্ধ করার পর আপনি নিজের বয়ফ্রেন্ডের আসল রূপ দেখতে পারেন। তখন সেই মানুষটিকে পছন্দ নাও হতে পারে। এবার বিরতি নিতে পারেন এই গোটা বিষয়টি থেকে। তবেই সমস্যার সমাধান করা সম্ভব। অন্যথায় সমস্যা বাড়বে বই কমবে না। তাই এই বিষয়টি মাথায় রাখার চেষ্টা করুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.