খাদ্যরসিক স্বভাবের এই রাশির ছেলে মেয়েরা, পছন্দের খাবার হলে মুহূর্তে প্লেট ফাঁকা করে ফেলন

 


ODD বাংলা ডেস্ক: রইল কয়টি রাশির কথা। এই রাশির ছেলে মেয়েরা খুবই খাদ্যরসিক স্বভাবের। পছন্দের খাবার হলে নিজেদের ধরে রাখতে পারে না, মুহূর্তে প্লেট ফাঁকা করে ফেলন এরা। দেখে নিন তালিকা। কে কে আছেন এই তালিকাতে।


মানসিকতা, ভাবনা-চিন্তা, ধ্যান ধারণা সব নিয়েই বিস্তর তফাত রয়েছে আমাদের। তেমনই পার্থক্য রয়েছে সকলের পছন্দের। তেমই কেউ স্পষ্ট বক্তা তো কেউ মনের কথা মনেই রাখেন। আবার খাবার খাওয়া নিয়ে রয়েছে তারতম্য। কেউ বেছে বেছে নির্দিষ্ট কয়টি খাবার খান। কেউ সব ধরনের খাবার খান। কেউ খাদ্যরসিক আবার কেউ নন। আজ রইল কয়টি রাশির কথা। এই রাশির ছেলে মেয়েরা খুবই খাদ্যরসিক স্বভাবের। পছন্দের খাবার হলে নিজেদের ধরে রাখতে পারে না, মুহূর্তে প্লেট ফাঁকা করে ফেলন এরা। দেখে নিন তালিকা। কে কে আছেন এই তালিকাতে। 


সিংহ রাশি

রাশি চক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। এরা সব ধরনের খাবার খেতে ভালোবাসেন না। নিজস্ব পছন্দ আছে এদের। তবে, পছন্দের খাবার পেলে এরা কী করবেন ঠিক করতে পারেন না। একটু একটু করে খাবার খাওয়া কিংবা টেবিলে খাবার নিয়ে দীর্ঘক্ষণ বসে থাকতে পছন্দ করেন না এরা। মুহূর্তে প্লেট খালি করেন এই রাশির ছেলে মেয়েরা।  


বৃশ্চির রাশি

খুব দ্রুত খাবার খান বৃশ্চিক রাশির ছেলে মেয়েরা। এবার খাবার ভাগ করে খেতে মোটেও পছন্দ করেন না। এরা প্রায়শই তাদের বন্ধুদের সঙ্গে বাইরে খেতে যান। কিন্তু, খাবার নিয়ে দ্রুত তা শেষ করে ফেলেন। নিজের খাবার থেকে কাউকে ভাগ দিতে চান না এরা। রাশি চক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এই রাশির ছেলে মেয়েরা তেজী, নির্ভীক ও একগুঁয়ে স্বভাবের মানুষ হন।


বৃষ রাশি

সদা হাসি লেগে তাকে এদের মুখে। এদের খাবার নিয়ে বিস্তর ফিরিস্ত এদের। নির্দিষ্ট কিছু খাবার খান এরা। তবে, খাবার পেলে দ্রুত তা খেয়ে ফেলেন। রাশির দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এই রাশির ছেলে মেয়েরা সম্পর্কের ব্যাপারে খুবই যত্নশীল হন। 


মিথুন রাশি

একাগ্রতার সঙ্গে খাবার খান মিথুন রাশির ছেলে মেয়েরা। এরা খাবার খেতে গিয়ে নিজেদের আবেগ কে ধরে রাখতে পারেন না। এরা পরিতৃপ্তি করে দীর্ঘ সময় ধরে খাবার খেতে পছন্দ করেন। এই রাশির ছেলে মেয়েরা ভোজন রসিক স্বভাবের হয়ে থাকেন। রইল এই চার রাশির কথা। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.