শুক্রবার এই ৫ কাজ করুন, মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে সব সময়

 


ODD বাংলা ডেস্ক: হিন্দুধর্ম অনুসারে সপ্তাহের প্রতিটি দিন কোনও না কোনও দেবতার উদ্দেশ্য নিবেদিত। সেই হিসেবে শুক্রবার হল দেবী লক্ষ্মীর দিন। এদিন মা লক্ষ্মীকে তুষ্ট করতে পারলে তাঁর আশীর্বাদ অক্ষয় হয়ে আপনার সঙ্গে থাকবে বলে মনে করা হয়। আবার জ্যোতিষ অনুসারে শুক্রবার দিনটি হল শুক্রগ্রহের দিন। শুক্রের অবস্থান জন্মছকে ভালো হলে জাতকের কখনও অর্থের অভাব ঘটে না। কিন্তু শুক্র জন্মছকে দুর্বল অবস্থানে থাকলে আর্থিক সংকট আপনাকে ঘিরে থাকবে।


মনে করা হয়, শুক্রবার কিছু কিছু কাজ যদি আমরা করতে পারি, তাহলে জীবনের সব সংকট দূর করা যায়। মা লক্ষ্মীর আশীর্বাদ এর ফলে আমাদের সঙ্গে সব সময় থাকবে। লক্ষ্মীর কৃপায় সম্পদ ও সমৃদ্ধি সব সময় থাকবে আপনার সঙ্গে। জেনে নিন শুক্রবার লক্ষ্মীকে তুষ্ট করতে এবং জন্মছকে শুক্রের অবস্থান ভালো করতে কোন কোন কাজ করা জরুরি।


* শুক্রবার সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। এর পর পরিষ্কার সাদা রঙের পোশাক পরুন। লক্ষ্মীর মূর্তি বা ছবির সামনে বসে তাঁকে প্রণাম করে শ্রী সুক্তা পাঠ করুন। লক্ষ্মী দেবীকে পদ্মফুল নিবেদন করুন।


* শুক্রবার বাড়িতে কোনও কুমারী মেয়েকে নিমন্ত্রণে করে তাকে ক্ষীর খাওয়ান। এরপর হলুদ রঙের পোশাক উপহার দিন। মনে করা হয় এর ফলে মা লক্ষ্মী আপনার উপর তুষ্ট হবেন ও তাঁর আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে।


* শুক্রবার কালো পিঁপড়েকে চিনি খাওয়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে সব আটকে থাকা কাজ সম্পূর্ণ হয়। যদি আপনার কোনও কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকে, তাহলে টানা ১১টি শুক্রবার ধরে কালো পিঁপড়েকে চিনি খাওয়ান।


* স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি হলে দুজনেরই শুক্রবার উপবাস রাখা উচিত। এর ফলে লক্ষ্মীর কৃপায় সম্পর্ক ভালো হয়।


* শুক্রবারে আপনি অর্থ সংক্রান্ত কোনও জরুরি কাজে বাইরে গেলে, বাড়ি থেকে বেরনোর আগে একটু মিষ্টি দই খেয়ে যান। মনে করা হয়, এর শুভ প্রভাবে আপনি আপনার কাজ সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করতে পারবেন এবং আর্থিক ভাবেও লাভবান হবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.