কলিযুগে পাপ ধ্বংস করতে আবার আসবেন শ্রীবিষ্ণু! জানুন কল্কি অবতারের কথা

 


ODD বাংলা ডেস্ক: হিন্দু ধর্ম অনুসারে যুগে যুগে বারবার এই জগত থেকে পাপ নির্মূল করতে অবতার রূপে জন্মগ্রহণ করেন শ্রীবিষ্ণু। গীতায় তিনি কৃষ্ণ বলেছেন,

'যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত৷

অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্৷৷

পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম্৷


ধর্মসংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে'।

অর্থাত্‍ 'এই জগত যখনই পাপের ভারে ভরে উঠবে, তখনই সাধুদের রক্ষা করতে ও ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করতে আমি যুগে যুগে আবির্ভূত হব'।


হিন্দু ধর্ম অনুসারে বিষ্ণুর দশ অবতারের মধ্যে শেষ অবতার হলেন কল্কি। কলিযুগে তাঁর আবির্ভূত হওয়ার কথা। কলিযুগে পাপের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে কল্কি অবতাররূপে জন্ম নেওয়ার কথা বিষ্ণুর। কল্কি অবতার অত্যন্ত আক্রমণাত্মক। তিনি সাদা ঘোড়ার পিঠে চড়ে আসবেন, হাতে থাকবে খোলা তরোয়াল। এই বছর কল্কি দ্বাদশী পালিত হচ্ছে ৭ সেপ্টেম্বর বুধবার।


বিভিন্ন বিষ্ণু মন্দিরে কল্কি দ্বাদশীতে বিশেষ পুজো করা হয়। মনে করা হয় কল্কি দ্বাদশীতে নারায়ণের পুজো করলে জীবনের সব বাধা বিপত্তি কেটে যায়। কল্কি দ্বাদশীতে নিজের প্রিয় খাদ্য উত্‍সর্গ করার রীতি প্রচলিত আছে। কল্কির ছবি বা মূর্তি না থাকলে বিষ্ণুর ছবি বা মূর্তির সামনে বসে পুজো করুন। জেনে নিন কী ভাবে করবেন কল্কি দ্বাদশীর পুজো।


* কল্কি দ্বাদশীতে ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সারুন। এরপর পরিষ্কার ও হালকা রঙের পোশাক পরুন।


* এরপর নারায়ণকে কুমকুমের তিলক পরিয়ে দিন এবং অক্ষত নিবেদন করুন। মনে রাখবেন শ্রীবিষ্ণুকে ভুলেও ভাঙা চাল অর্পণ করবেন না।


* এরপর ফুল, ফল ও আবির নিবেদন করুন নারায়ণকে। ঘি-এর একটি প্রদীপ জ্বালিয়ে দিন বিষ্ণুর সামনে।


* এরপর এই ফল আর মিষ্টি প্রসাদ হিসেবে সবার মধ্যে বিতরণ করে দিন। সব সমস্যা মেটানোর জন্য বিষ্ণুর কাছে প্রার্থনা করুন। এদিন দরিদ্রদের খাদ্যদান করলে নারায়ণ আপনার উপর প্রীত হবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.