জীবনে যতই সফল হোক না-কেন, সবসময় হতাশ থাকে এই ৩ রাশির জাতক

 


ODD বাংলা ডেস্ক: আমরা অনেকেই সাফল্যের জন্য দিন-রাত এক করে থাকি। কেরিয়ার উচ্চতার শীর্ষে না-পৌঁছনো পর্যন্ত শান্ত হয়ে বসি না। কিন্তু একবার সেই সাফল্যের স্বাদ পেয়ে গেলে সন্তুষ্ট হওয়া স্বাভাবিক নয় কি? কিন্তু জ্যোতিষ বলছে, এমন কিছু রাশি রয়েছে যাঁরা নিজের জীবনে সাফল্যের শীর্ষে পৌঁছে গেলেও সন্তুষ্ট হন না। জীবন সম্পর্কে সবসময় হতাশই থাকেন এঁরা। এঁদের মধ্যে হতাশা এত বেশি যে, কোনও সাফল্য, কোনও পদই সন্তুষ্ট করতে পারে না। কোন কোন রাশির কথা বলা হচ্ছে জেনে নিন--


বৃষ রাশি 


এই রাশির জাতকদের জীবনসঙ্গী তাঁদের ভালো ভাবে বুঝতে জানেন, পাশাপাশি পরিবারের সদস্যরা অত্যন্ত সহয়াক। কিন্তু বৃষ জাতকদের উচ্চাকাঙ্খা আকাশ ছোঁয়া। এ কারণে অপ্রয়োজনীয় দায়িত্ব নিজের কাঁধে চাপিয়ে নেন এঁরা। নিজের পছন্দের কাজ করেন। সে ক্ষেত্রে এঁরা যত সফলই হন না-কেন, ততই এঁদের চাহিদা বেড়ে যায় এবং এ কারণে বৃষ জাতকরা কখনও সন্তুষ্ট হতে পারে না। ভবিষ্যতের স্বপ্ন দেখার পর পরই এঁদের মোহভঙ্গ হয়, তখন মাঝপথে একটি চাকরি ছেড়ে অপর চাকরি বা কাজের সন্ধানে বেরিয়ে পড়েন।


সিংহ রাশি 


সিংহের মতো অগ্নি তত্বের রাশি চিহ্ন জীবনের প্রতিটি ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ স্থান ও অভিজ্ঞতা অর্জন করতে চায়। পড়াশোনা, সামাজিক জীবন, কেরিয়ার ব্যক্তিগত জীবন ইত্যাদি সর্বক্ষেত্রে নিজেকে সেরার সেরা করে তোলার চেষ্টায় মগ্ন থাকেন। কিন্তু বাস্তব জীবনে সমস্ত ক্ষেত্রে এক সঙ্গে সাফল্য লাভ সম্ভব নয়। কোনও না-কোনওটির মোহ ত্যাগ করতেই হয়। তবে এদের মধ্যে কোনও একটি বা দুটি লক্ষ্য অর্জন করতে সফল হলেও সিংহ রাশির জাতকরা তাতে সন্তুষ্ট হন না। সাফল্যের আনন্দে মেতে না-উঠে অন্যগুলি হল না-বলে হতাশায় ভুগতে থাকেন এঁরা। নিজের হতাশার কারণে প্রিয় মানুষদের ওপর বিরক্তি প্রকাশ করেন। এর ফলে নতুন সমস্যা দেখা দেয়।


ধনু রাশি 


এই রাশির জাতকরা সবসময় অন্যের প্রতি ঈর্ষান্বিত থাকেন। নিজের সাফল্যকে সহকর্মী বা প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তুলনা করে দেখতে থাকেন। এর পর তাঁদের মনে হতে শুরু করে যে তাঁদের জীবনে কিছু ঘাটতি আছে, তাঁরা সফল হতে পারছেন না। এর পরই তাঁদের মধ্যে চরম বিরক্তি দেখা দেয়। নিজের প্রিয় ও কাছের মানুষদের ওপর দোষারোপ করতে শুরু করেন। নিজেকে অসাফল্য মনে করে নিজের পরাজয় বা অসফল হওয়ার দোষ চাপিয়ে দেন জীবনসঙ্গী বা পরিবারের সদস্যদের ওপর। ধনু জাতকদের মনে হতে থাকে যে স্ত্রী বা পরিবারের সদস্যদের জন্যই তাঁরা জীবনে সফল হতে পারছেন না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.