২৪ সেপ্টেম্বর উদ্বোধন হলেও নতুন টালা ব্রিজে ভারী যান চলাচল পঞ্চমী থেকে
ODD বাংলা ডেস্ক: মহালয়ার একদিন আগেই টালা ব্রিজের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ত দফতর সূত্রে খবর, ওইদিন রাত থেকেই নতুন টালা ব্রিজে যান চলাচল শুরু হয়ে যাবে। তবে তা নিয়ন্ত্রিত গতিতে এবং আয়তনের ওপর রাশ টেনে। আপাতত ঠিক হয়েছেন মুখ্যমন্ত্রী টালা সেতুর উদ্বোধনের পরেই কেবলমাত্র ছোট গাড়ি চলাচল করবে। তারপর পরীক্ষামূলক ভাবে সাতদিন তাতে নজর রাখবে পূর্ত দফতর ও কলকাতায় পুলিশ। তারপর সাতদিন পর থেকে পুরোদমে বাস, ট্যাক্সি, ভারী মালবাহী পণ্য যান চলাচল করবে।অতএব ২৪ তারিখ উদ্বোধন হলেও, ৩০ তারিখেই তা পুরোপুরি খুলে দেওয়ার কথা বলা হচ্ছে।
Post a Comment