তুলসীর এই দিব্য মন্ত্র পূর্ণ করবে সমস্ত মনস্কামনা, জেনে নিন
ODD বাংলা ডেস্ক: হিন্দু ধর্মে তুলসীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। বিভিন্ন পূজার্চনা ও শুভ কাজ তুলসী ছাড়া সম্পূর্ণ হয় না। তবে গণেশ ও শিবের পুজোয় তুলসী বর্জিত। শাস্ত্র মতে প্রতিদিন তুলসীর দর্শন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আবার তুলসী পুজোকে মোক্ষদায়ক মনে করা হয়। হিন্দু ধর্মে দেব পুজো ও শ্রাদ্ধ কর্মে তুলসী পাতা অপরিহার্য। শাস্ত্র মতে তুলসী পাতা দিয়ে পুজো করলে ব্রত, যজ্ঞ, জপ করার মতো পুণ্য লাভ করা যায়। তুলসী পাতা তোলা-সহ এঁর পুজোর কিছু মন্ত্র রয়েছে, যা জপ করলে তুলসীর আশীর্বাদ পাওয়া যায়।
তুলসী পাতা তোলার ৩ মন্ত্র
১. ওম সুভদ্রায় নমঃ
২. ওম সুপ্রভায় নমঃ
৩. মাতস্তুলসি গোবিন্দ হৃদয়ানন্দ কারিণী।
নারায়ণস্য পূজার্থ চিনোমি ত্বাং নমোস্তুতে।।
তুলসীতে জল অর্পণ করার সময় কোন মন্ত্র জপ করবেন?
বাড়িতে সতেজ তুলসী গাছ থাকাকে পবিত্রতা ও সমদ্ধির প্রতীক মনে করা হয়। তুলসী পাতাকে। তুলসী গাছে জল অর্পণ করার সময় বিশেষ মন্ত্র জপ করলে হাজার গুণ বেশি সমৃদ্ধির আশীর্বাদ পাওয়া যায়। রোগ, শোক, অসুস্থতা ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যেতে পারে। মন্ত্রটি হল-
মহাপ্রসাদ জননী, সর্ব সৌভাগ্যবর্ধিনী
আধি ব্যাধি হরা নিত্যং, তুলসী ত্বং নমোস্তুতে।।
সমস্ত মনস্কামনা পূর্ণ করে তুলসীর বিশেষ মন্ত্র
প্রতিদিন তুলসীর পুজো করলে বাড়িতে ধন-সম্পদ, বৈভব, সুখ-সমৃদ্ধির আগমন ঘটে। আবার প্রতিদিন তুলসীর সামনে মনস্কামনা ব্যক্ত করলে তা পূর্ণ হয়। এখানে তুলসীর কিছু দিব্য মন্ত্র দেওয়া হল।
১. তুলসী স্তুতি মন্ত্র
দেবী ত্বং নির্মিতা পূর্বমর্চিতাসি মুনীশ্বরৈঃ
নমো নমস্তে তুলসী পাপং হর হরিপ্রিয়ে।।
২. তুলসী পুজোর মন্ত্র
তুলসী শ্রীর্মহালক্ষ্মীর্বিদ্যাবিদ্যা যশস্বিনী।
ধর্ম্যা ধর্মাননা দেবী দেবীদেবমনঃ প্রিয়া।।
লভতে সুতরাং ভক্তিমন্তে বিষ্ণুপদং লভেৎ।
তুলসী ভূর্মহালক্ষ্মী পদ্মিনী শ্রীর্হরপ্রিয়া।।
৩. তুলসী নামাষ্টক মন্ত্র
বৃন্দা বৃন্দাবনী বিশ্বপূজিতা বিশ্বপাবনী।
পুষ্পসারা নন্দনীয় তুলসী কৃষ্ণ জীবনী।।
এতভামাংষ্টক চৈব স্ত্রোতং নামর্থং সংয়ুতম।
যঃ পঠেত তাংচ সম্পূজ্য সৌশ্রমেঘ ফলংলমেতা।।
তুলসী মন্ত্র জপ করার আগে এ বিষয়ে লক্ষ্য রাখুন
১. তুলসী মন্ত্র জপ করার আগে নিজের ইষ্ট দেবতার পুজো করুন। তার পরই তুলসী মন্ত্র জপ করবেন।
২. তুলসী মন্ত্র জপ করার আগে তুলসীকে প্রণাম করুন। তার পর তুলসী গাছে শুদ্ধ জল অর্পণ করবেন।
৩. এর পর তুলসীর শৃঙ্গার করতে ভুলবেন না। হলুদ ও সিঁদূর দিয়ে তুলসীর শৃঙ্গার করুন। এর পর তুলসীর সামনে ঘিয়ের প্রদীপ, ধূপকাঠি প্রজ্জ্বলিত করুন।
৪. সাতবার তুলসীর পরিক্রমা করে উপরিউক্ত মন্ত্র জপ করবেন। শেষে তুলসীকে স্পর্শ করে নিজের সমস্ত মনস্কামনা পূরণ করুন।
Post a Comment