পাহাড়-সমুদ্রে জীবন কাটিয়ে দিতে পারেন এই রাশির জাতকরা

 


ODD বাংলা ডেস্ক:  ছুটি কাটানোর কথা মাথায় এলেই পাহাড়া বা সমুদ্র কোথায় যাওয়া যায়, তা নিয়ে চিন্তাভাবনা শুরু হয়ে যায়। কোনও কোনও ব্যক্তি যেমন সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনে নিজের বিকেল কাটিয়ে দেওয়ার স্বপ্ন দেখেন, তেমনই কেউ কেউ আবার পাহাড়ের নিস্তব্ধতা ভালোবাসেন। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী রাশি বিচার করেই জানা যায় যে কোন রাশির জাতক পাহাড় ভালোবাসেন। আবার সমুদ্র কার পছন্দের তালিকায় শীর্ষ স্থান দখল করে রয়েছে, তা-ও জানা যায় রাশি বিচার করে। এখানে এমন কয়েকটি রাশির জাতকদের সম্পর্কে জানানো হল, যাঁরা পাহাড় ও সমুদ্র ঘুরতে যেতে ভালোবাসেন।


বৃষ রাশি

এই রাশির জাতকরা লাক্সারি ও ফ্যান্সি জীবন খুব ভালোবাসেন। পাহাড় ঘেরা অঞ্চলে সময় কাটানো এঁদের বিশেষ পছন্দের। অ্যাডভেঞ্চারপ্রেমী মনের কারণে দিনের পর দিন প্রকৃতির মাঝে সময় কাটিয়ে দিতে পারেন এঁরা। জ্যোতিষ মতে পাহাড়ে এসে পরম শান্তি লাভ করেন এই রাশির জাতকরা।


মিথুন রাশি

সমস্ত পার্টির আকর্ষণের কেন্দ্রবিন্দু মিথুন রাশির জাতকরা। সমুদ্র ও সমুদ্র সৈকতে রাত কাটিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে থাকেন এঁরা। কোনও দ্বীপে গিয়ে পার্টি করতে ভালোবাসেন মিথুন রাশির জাতকরা। সমুদ্রের ধারে খোলা হাওয়ায় পার্টি করা, বন্ধুদের সঙ্গে হই-হুল্লোড়, নাচগানে মশগুল থেকে আছড়ে পড়া ঢেউয়ের শব্দ শোনা এই রাশির জাতকদের বিশেষ পছন্দের।


কন্যা রাশি

পাহাড়ের সৌন্দর্যকে প্রশংসা জানানোর সমস্ত উপায় জানা রয়েছে কন্যা রাশির জাতকদের। কৌতূহলী ও অনুসন্ধানী এই রাশির জাতক-জাতিকারা অজানাকে জানতে আগ্রহী। পাহাড়ে ঘেরা স্থানে গেলেই এঁরা হাইকিংয়ে বেরিয়ে পড়েন। নিজের চারপাশের সৌন্দর্য উপভোগ করেই সময় কাটিয়ে দেন এঁরা।


তুলা রাশি


সমুদ্র সৈকতে বসেই ছুটি কাটাতে ভালোবাসেন তুলা রাশির জাতকরা। কোনও শান্ত হাওয়ায় গা ভাসিয়ে দেওয়া এঁরা ভালোবাসেন। সমুদ্রের ধারে কোনও রেস্তোরাঁয়ে বসে গান শুনতে শুনতে দিন কাটিয়ে দিতে পারেন এই রাশির জাতকরা। প্রিয় মানুষের সঙ্গে প্রায়ই সমুদ্রের ধারে সময় কাটাতে যান। আবার কারও সঙ্গে মেলামেশার জন্য তুলা জাতকরা সমুদ্র সৈকতই বেছে নেন।


বৃশ্চিক রাশি

পাহাড়ের রহস্যময়তা বৃশ্চিক রাশির জাতকদের বার বার আকৃষ্ট করে। পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ এই রাশির জাতকরা। পাহাড়ের কোনও নিস্তব্ধ কেবিনে ফায়ারপ্লেসের আগুনের ধারে বসে জানালা দিয়ে পাহাড়ের চূড়ার দিকে তাকিয়ে থেকেই দিন-রাত কাটিয়ে দিতে পারেন এঁরা। আবার সমুদ্রের প্রতিও বিশেষ টান রয়েছে বৃশ্চিক জাতকদের। সূর্যালোকে বসে নীল সমুদ্রের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে পারেন এঁরা।


ধনু রাশি

সমুদ্রের প্রতি ভালোবাসা রয়েছে এমন রাশির তালিকায় নাম রয়েছে ধনু জাতকদেরও। বিচ হলিডে ভালোবাসেন এঁরা। বন্ধুদের সঙ্গে কোনও সমুদ্র সৈকতে সময় কাটানোর জন্য উৎসুক থাকেন। আবার কারও সঙ্গে দেখা করার আদর্শ স্থান হিসেবে এই সমুদ্র সৈকতকেই বেছে নেন ধনু রাশির জাতকরা। ঢেউ আছড়ে পড়ার শব্দ, নোনা হাওয়া এঁদের হাতছানি দেয়।


মকর রাশি

জ্যোতিষ মতে এই রাশির জাতকরা ঠান্ডা আবহাওয়া খুব ভালোবাসেন। কন্যা জাতকদের মতোই মকর জাতকরাও অ্যাডভেঞ্চেরাস হাইকিংয়ে যেতে ভালোবাসেন মকর জাতকরা। এতেই এঁদের স্বস্তি লুকিয়ে। সমুদ্রের ধারে উদ্দেশ্যহীন ভাবে বসে না-থেকে পাহাড়ে ওঠা, অজানাকে জানাই এই রাশির জাতকদের জীবনের সবচেয়ে বড় আনন্দ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.