সম্পর্কের ক্ষেত্রে নিজের সীমারেখা উপেক্ষা করে এরা, প্রেমে পড়লে এদের জ্ঞান থাকে না

 


ODD বাংলা ডেস্ক: রইল চার রাশির কথা। এই চার রাশি ছেলে মেয়েরা প্রেমে পড়লে এদের জ্ঞান থাকে না।  সম্পর্কের ক্ষেত্রে নিজের সীমারেখা উপেক্ষা করে এরা। সব সম্পর্কেই একটা নির্দিষ্ট সীমারেখা আছে। তা এরা ভুলে যান। এই কারণে পরে আফশোস করতে হয় এদের। 


প্রেমে পড়লে কী করবেন, কী নয় তা অনেকেই জ্ঞান থাকে না। কেউ প্রেম টিকিয়ে রাখতে টাকার পর টাকা খরচ করে চলেন অনেকে। অনেকে আবার সঙ্গীর কথা ভেবে যান সারাদিন। আবার কেউ কেউ আবেগের বসে প্রেম টিকিয়ে রাখতে ভুল সিদ্ধান্ত নেন। প্রেম নিয়ে সকলের জীবনে আলাদা আলাদা কাহিনি। তেমনই প্রেমের রঙ জীবনে লাগলে সকলের মধ্যে পরিবর্তনও হয় ভিন্ন। আজ রইল চার রাশির কথা। এই চার রাশি ছেলে মেয়েরা প্রেমে পড়লে এদের জ্ঞান থাকে না।  সম্পর্কের ক্ষেত্রে নিজের সীমারেখা উপেক্ষা করে এরা। সব সম্পর্কেই একটা নির্দিষ্ট সীমারেখা আছে। তা এরা ভুলে যান। এই কারণে পরে আফশোস করতে হয় এদের। 


মেষ রাশি

রাশি চক্রের প্রথম রাশি হল মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এদের ধৈর্য খুবই কম থাকে। এরা প্রেমে পড়লে বুঝতে পারেন না কী করা উচিত। নিজের ক্ষমতার বাইরে গিয়ে কিছু করতে চান এরা।   


বৃষ রাশি

রাশির দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এই রাশির ছেলে মেয়েরা অত্যন্ত জেদী। এরা মন পরিবর্তনে বিশ্বাস করে না। এরা প্রেমে জয় পেতে কঠোর ভাবে লড়াই করে চলে আর নিজের সীমানা অতিক্রম করে। 


সিংহ রাশি

রাশি চক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। এরা জেদি, প্রতিজ্ঞ, দয়াবান ও গম্ভীর স্বভাবের হয়ে থাকেন। এরা সব সময় লাইম লাইটে থাকতে চান। এরা কাউকে আঘাত করতে চান না। তবে, না জেনে ভুল করে ফেলেন। সম্পর্কে জড়ানোর পর নিজের জীবনে লিমিটেশন গুলো একেবারে ভুল যান এই রাশির ছেলে মেয়েরা।   


বৃশ্চিক রাশি

এরাও বাকি তিন রাশির মতো। প্রেম পড়লে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন না। সে কারণে অনেক সময় ভুল সিদ্ধান্ত নেন। নিজের সীমারেখা ভুলে যান। এরা রাশি চক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এই রাশির ছেলে মেয়েরা তেজী, নির্ভীক ও একগুঁয়ে স্বভাবের মানুষ হন। এরা প্রেমে পড়লেই নিজের লাইন ক্রস করেন। সে কারণে পরে আফশোস করেন এরা। সতর্ক থাকুন এই চার রাশি প্রসঙ্গে। সম্পর্কের ক্ষেত্রে নিজের সীমারেখা উপেক্ষা করে এরা, প্রেমে পড়লে এদের জ্ঞান থাকে না এদের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.