ভাগ্য রেখায় তিল? জীবনে কখনও টাকা জমাতে পারেন না এই জাতকরা



 ODD বাংলা ডেস্ক: হস্তরেখা শাস্ত্র অনুযায়ী হাতে কিছু রেখা থাকে, যা অঢেল ধন লাভের ইঙ্গিত দেয়। এর পাশাপাশি এমন কিছু রেখা রয়েছে, যা হাতে থাকলে শত চেষ্টা সত্ত্বেও সেই ব্যক্তি অর্থ সঞ্চয় করতে পারে না। হাতে কোন রেখা থাকলে অর্থ সঞ্চয়ে বাধা আসে, তা জানানো হল এখানে--


১. হস্তরেখা শাস্ত্র অনুযায়ী ভাগ্যরেখা ভাঙা, ছোপ যুক্ত হলে, শনি, বুধ ও মঙ্গল অশুভ পরিস্থিতিতে থাকলে তা জাতকদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এমন রেখা সম্পন্ন জাতকরা চাকরি করুন বা ব্যবসা সমস্ত ক্ষেত্রে তাঁদের আর্থিক লোকসান হতে থাকে। কারও সাহায্যে অর্থ সঞ্চয় করতে সফল হলেও কোনও না-কোনও কারণে তা ব্যয় করা জরুরি হয়ে পড়ে। এর ফলে তাঁদের সঞ্চিত অর্থ শেষ হয়ে যায়।


২. এই শাস্ত্র অনুযায়ী ভাগ্যরেখা মস্তিষ্ক রেখায় থেমে থাকলে, এদের জোড় লম্বা হলে ও বৃদ্ধাঙ্গুষ্ঠ কম উন্মুক্ত হলে অথবা হাতে শনি ও সূর্য পর্বত চাপা হলে এমন জাতক অর্থ উপার্জন করে যান, কিন্তু এর পাশাপাশি অর্থ ব্যয় হতে থাকে। জ্যোতিষ মতে এই জাতকদের জীবনে ধন সঞ্চয় হয় না, তবে প্রয়োজন পড়লে অর্থাভাবও হয় না। কোনও না-কোনও ভাবে অর্থ সঞ্চয় করে নেন এই জাতকরা।


৩. হস্তরেখা শাস্ত্র অনুযায়ী জীবনরেখা গোল ও হাত নরম হলে এবং বৃহস্পতি ও শনির অবস্থা ভালো হলে, একে শুভ সংকেত হিসেবে গণ্য করা হয়। এমন জাতকের জীবনে কখনও অর্থাভাব থাকে না। কিন্তু ভাগ্যরেখা যদি হৃদয় রেখা বা মস্তিষ্ক রেখায় গিয়ে শেষ হয়, তা হলে একে অশুভ সংকেত মনে করা হয়ে থাকে। শাস্ত্র অনুযায়ী যে জাতকের হাতে এমন রেখা থাকে তাঁরা অর্থ সঞ্চয় করার যত চেষ্টাই করুক না-কেন, কিন্তু কোনও না-কোনও কারণে আর্থিক লোকসান হয়েই যায়।


৪. ভাগ্য রেখার ওপর কালো তিল বা দাগ-ছোপ থাকলে জাতককে নানান কষ্ট সহ্য করতে হয়। হস্তরেখা শাস্ত্র অনুযায়ী হাতের রেখার এমন পরিস্থিতি এক্কেবারেই শুভ নয়। কারণ যে জাতকের ভাগ্যরেখার ওপর তিল, দাগ থাকে তাঁরা চাকরি, ব্যবসা ইত্যাদি সমস্ত ক্ষেত্রে আর্থিক লোকসানের শিকার হয়। তবে সময় থাকতে জ্যোতিষ উপায় করে নিলে লোকসানের হাত থেকে কিছুটা রক্ষা পাওয়া যেতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.