আধ্যাত্মিক বিষয় এদের জ্ঞান থাকে বিস্তর, ধর্মীয় কাজে আগ্রহ পান এই চার রাশি

 


ODD বাংলা ডেস্ক: বৈদিক শাস্ত্র মতে, মেষ থেকে মীন রয়েছে ১২ টি রাশির উল্লেখ আছে। এই সকল রাশির অধিকর্তা গ্রহ আলাদা। সে কারণে, আমাদের সকলের সঙ্গে সকলের মানসিকতা, ভাবনা-চিন্তা, ধ্যান ধারণায় রয়েছে বিস্তর তফাত। তেমনই পার্থক্য রয়েছে সকলের পছন্দের। আজ রইল চার রাশির কথা। এই চার রাশির ছেলে মেয়েরা ধর্মীয় কাজে আগ্রহ পান। এদের আধ্যাত্মিক বিষয় এদের জ্ঞান থাকে বিস্তর।   


ভবিষ্যত জানতে যেমন সকলে ভরসা করেন জ্যোতিষের ওপর, তেমনই কে কেমন স্বভাবের মানুষ তাও জানা যায় শাস্ত্র মতে। বৈদিক শাস্ত্র মতে, মেষ থেকে মীন রয়েছে ১২ টি রাশির উল্লেখ আছে। এই সকল রাশির অধিকর্তা গ্রহ আলাদা। সে কারণে, আমাদের সকলের সঙ্গে সকলের মানসিকতা, ভাবনা-চিন্তা, ধ্যান ধারণায় রয়েছে বিস্তর তফাত। তেমনই পার্থক্য রয়েছে সকলের পছন্দের। আজ রইল চার রাশির কথা। এই চার রাশির ছেলে মেয়েরা ধর্মীয় কাজে আগ্রহ পান। এদের আধ্যাত্মিক বিষয় এদের জ্ঞান থাকে বিস্তর।   


বৃশ্চিক রাশি

রাশি চক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এই রাশির ছেলে মেয়েরা উৎসাহী স্বভাবের মানুষ হন। এরা সব সময় আত্মবিশ্বাসে ভরপুর থাকেন। এরা আত্মাকে শান্ত করতে ও মনকে শান্ত করতে আধ্যাত্মিক পথ বেছে নেন। এরা আদর্শবাদী স্বভাবের মানুষ হয়ে থাকেন। এরা যে কোনও পরিস্থিতিতে হার মানেন না। 


সিংহ রাশি

রাশি চক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। এরা জেদি, প্রতিজ্ঞ, দয়াবান ও গম্ভীর স্বভাবের হয়ে থাকেন। এরা রাশির ছেলে মেয়েরা ধর্মীয় কাজে আগ্রহ পান। এদের আধ্যাত্মিক বিষয় এদের জ্ঞান থাকে বিস্তর।  এরা সারাক্ষণ ধর্মচর্চা করতে পছন্দ করেন। প্রেম  ও কর্মজীবন ও সম্পর্কের জটিলতা দূর করতে এরা আধ্যাত্মিক চর্চা করেন। এই রাশির ছেলে মেয়েরা মজার মানুষ হন। এদের মুখ সব সময় হাসি বিদ্যমান। 


মীন রাশি

রাশি চক্রের দ্বাদশ রাশি হল মীন রাশি। রাশির ছেলে মেয়েরা ধর্মীয় কাজে আগ্রহ পান। এদের আধ্যাত্মিক বিষয় এদের জ্ঞান থাকে বিস্তর। এরা ইতিবাচক মানসিকতার ব্যক্তি হন। এরা আধ্যাত্মিক কাজে ইতিবাচক শক্তি লাভ করেন। এরা জ্যোতিষশাস্ত্রের ওপরও ভরসা করে থাকেন। ধর্মীয় কাজে অংশ নিতে পছন্দ করেন এরা।


ধনু রাশি- আধ্যাত্মিক দিকে এদের আগ্রহ বিস্তর। এরা ধর্মীয় চর্চা করে প্রশান্তি লাভ করেন। এই রাশির ছেলে মেয়েরা ধর্মীয় কাজে আগ্রহ পান। রাশি চক্রের নবম রাশির হল ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এরা সুযোগ পেলেই ধর্মীয় চর্চা করেন। এতে এদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। নিজের মধ্যে ইতিবাচক শক্তি অনুভব করেন ধর্মীয় চর্চা করে।   আধ্যাত্মিক বিষয় এদের জ্ঞান থাকে বিস্তর। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.