সন্তানের পড়াশোনায় মন বসে না? এই ছবি লাগালে দূর হবে আপনার দুশ্চিন্তা

 


ODD বাংলা ডেস্ক: পড়াশোনায় যাতে বাচ্চারা মনোনিবেশ করতে পারে, তার জন্য পরিবেশ হতে হবে শান্ত। এর ফলে বাচ্চারা একাগ্রতার সঙ্গে পড়াশোনায় মনোনিবেশ করতে পারবে। বাস্তু শাস্ত্রের নিয়ম মেনে বাচ্চাদের স্টাডি রুম বা পড়াশোনার কক্ষ তৈরি করলে সুফল পেতে পারেন। বাস্তু শাস্ত্র অনুযায়ী ঘর সাজালে তা আমাদের মধ্যে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি করে। আবার বাস্তু মেনে বাড়ি তৈরি ও সাজসজ্জা করলে সুখী, হাসিখুশিতে ভরা, সমৃদ্ধ পরিবারের স্বপ্ন পূরণ করতে পারেন। আবার ঘরের মধ্যে বাচ্চাদের স্টাডি রুম তৈরির সময়ও বাস্তু শাস্ত্রের নিয়ম মেনে চলা উচিত। এর ফলে তাঁরা পড়াশোনায় ভালো ফলাফল করবে। এ ক্ষেত্রে স্টাডি রুমে কিছু ছবি লাগিয়ে কার্যসিদ্ধি করা যায়।


বাস্তু শাস্ত্র মতে বাচ্চাদের স্টাডি রুমের ছবি নির্বাচনের সময় অত্যন্ত সাবধানতা অবলম্বন করা উচিত। কারণ এখানে এমন ছবি লাগানো উচিত, যা বাচ্চাদের পড়াশোনায় মনোনিবেশ করতে সাহায্য করে। বাচ্চারা আশপাশের পরিবেশ দেখে অনেক কিছু শিখে যায়। তাই তাঁদের যেমন পরিবেশে রাখবেন, সেই অনুযায়ী ব্যবহার করে তাঁরা। বাস্তু মতে স্টাডি রুমে এমন ছবি লাগানো উচিত, যা তাঁদের অনুপ্রাণিত করে।


স্টাডি রুমে কোন ছবি ব্যবহার করবেন


বাস্তু শাস্ত্র মতে স্টাডি রুমে উদিত সূর্য, সাতটি ঘোড়া, আকাশে উড়ে যাচ্ছে এমন পাখির ছবি লাগানো উচিত। হাসিখুশি, ভালো ছবি লাগানো উচিত। এ ছাড়াও কোনও বিদ্বান, বিজ্ঞানী, লেখক ইত্যাদি গুণী মানুষের ছবি লাগাতে পারেন। এ ধরনের ছবি বাচ্চাদের পড়াশোনায় অনুপ্রাণিত করবে এবং তাঁরা পড়াশোনায় মনোনিবেশ করবে।


এ ধরনের ছবি ভুলেও লাগাবেন না



বাস্তু মতে বাচ্চাদের স্টাডি রুমে এমন কোনও ছবি লাগাবেন না, যার ফলে বাচ্চাদের মন বিচলিত হয়ে যায়। কিছু বাচ্চাদের ওপর নেতিবাচক প্রভাব বিস্তার করে। দুঃখদায়ক, যুদ্ধের, হিংস্র ছবি লাগাতে নেই। পাশাপাশি ফিল্মের পোস্টারও লাগাবেন না।


ছবির পাশাপাশি স্টাডি রুমের দিক, রঙ, আসবাবের ওপরও নজর রাখা উচিত। প্রতিট ছোট ছোট বিষয় আপনাকে গুরুত্ব সহকারে বিচার করতে হবে। কারণ স্টাডি রুমের সামগ্রিক সজ্জা আপনার সন্তানের একাগ্রতার দিকে মনযোগ আকর্ষণ করে।


১. বাচ্চাদের স্টাডি রুম হতে হবে পূর্ব, উত্তর দিক বা ঈশান কোণে।


২. পড়াশোনার সময় বাচ্চার মুখ যাতে উত্তর দিকে থাকে সে দিকে লক্ষ্য রাখতে হবে।


৩. পড়াশোনার টেবিল যাতে তীক্ষ্ণ বা ভাঙাচোড়া না-হয়, কারণ এর ফলে পড়াশোনা মন বসে না। চতুর্ভূজ বা আয়তাকৃতি স্টাডিটেবিল হওয়া উচিত।


৪. বাচ্চাদের পড়াশোনার কক্ষে কখনও আয়না লাগাবেন না। কারণ আয়নার প্রভাবে বাচ্চারা পড়াশোনায় মনোনিবেশ করতে পারবে না। তবে আয়না রাখতে হলে এমন ভাবে রাখবেন, যাতে সে দিকে বাচ্চাদের নজর না-যায়।


৫. রঙও বাচ্চাদের ওপর প্রভাব বিস্তার করে। এ কারণে হাল্কা সবুজ ও হলুদ রঙ ব্যবহার করতে পারেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.