চমকের শেষ ২৫শে সেপ্টেম্বর, মহালয়ার পুণ্য লগ্নে থিমের প্রকাশ সুরুচি সংঘের

 


ODD বাংলা ডেস্ক: সুরুচি মানেই ঠাকুর দেখার মাস্ট লিস্টে সবার আগের দিকের নাম। এবার সুরুচিতে কী হয়েছে? এবার ৬৯তম বর্ষে পড়েছে মন্ত্রী অরূপ বিশ্বাসের পাড়ার পুজোয়। কী চমক থাকছে সেখানে। 


রহস্যটা এখনও রহস্যই থাক। সেই ভাবনা থেকেই নিজেদের থিম সম্পর্কে কিছু বলতে চাইছে না দক্ষিণ কলকাতার অন্যতম নজরকাড়া পুজো নিউ আলিপুর সুরুচি সঙ্ঘ। শিল্পী রিন্টু দাসের ভাবনায় এবারও নতুন কিছু রাজ্যের মানুষের সামনে তুলে ধরতে চাইছেন তাঁরা। তবে কি সেই থিম, তা জানা যাবে ২৫শে সেপ্টেম্বর। সুরুচি মানেই ঠাকুর দেখার মাস্ট লিস্টে সবার আগের দিকের নাম। এবার সুরুচিতে কী হয়েছে? এবার ৬৯তম বর্ষে পড়েছে মন্ত্রী অরূপ বিশ্বাসের পাড়ার পুজোয়। কী চমক থাকছে সেখানে। 


কথা হচ্ছিল কমিটির জেনারেল সেক্রেটারি (গেমস অ্যান্ড স্পোর্টস) সৌম্য সরকারের সঙ্গে। জানালেন পুজোতে এবার থিমের চমক রাখছে সুরুচি সঙ্ঘ। প্রতি বছরের মতো পুজোর আগে সেই চমকের অবসান চাইছেন না তাঁরা। ২০২২ সালের দুর্গাপুজোয় সুরুচি সঙ্ঘের থিম কি, তা জানতে হলে অবশ্যই ২৫শে সেপ্টেম্বরের অপেক্ষা করতে হবে দর্শককে, সেইসঙ্গে সংবাদমাধ্যমকেও। 


এবার শিল্পী রিন্টু দাসের হাত ধরে সুরুচি সঙ্ঘের পুজো প্রস্তুতি চলছে জোরকদমে। ক্লাব কমিটির সদস্য সৌম্য সরকার জানালেন মানুষের মধ্যে মুগ্ধতা তৈরি করতে তৈরি তাঁরা। প্যান্ডেল ও প্রতিমার কাজ হয়ে গিয়েছে সত্তর শতাংশেরও বেশি। তাই ২৫শে সেপ্টেম্বর যেদিন থিমের উন্মোচন হবে, সেদিন প্রায় কাজ সম্পন্ন হয়ে যাবে বলেই ধারণা করা হচ্ছে।  


গত তিন বছর করোনার কবলে সারা বিশ্ব জর্জরিত। এই বছর কোথাও তাই একটু হলেও স্বস্তির শ্বাস পেয়েছে শহর কলকাতা। কারণ সেই অর্থে করোনার প্রকোপ যেমন নেই, তেমনই ভ্যাকসিনকে হাতিয়ার করে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে মনে বল পেয়েছে মানুষ। গত তিন বছরের শুধু হারানোর যন্ত্রণা ভুলে ২০২২ সালের দুর্গোৎসব মহামিলন ক্ষেত্র হয়ে উঠুক, চাইছেন পুজো উদ্যোক্তারা। তবে অবশ্যই বিধি মেনে, সাবধানতা অবলম্বন করে। তবে সর্বাঙ্গীণ সার্থক হবে মায়ের আরাধনা। সেই লক্ষ্যেই পুজো প্রস্তুতিতে ব্যস্ত নিউ আলিপুর সুরুচি সংঘ।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.