বাড়িতে ঢুকতেই বিপত্তিতে হাতি, বিশাল শরীর নিয়ে দরজায় আটকে যা করল
ODD বাংলা ডেস্ক: ঘরের দরজা দিয়ে ঢুকে খাবার খেতে গিয়েছিল এক হাতি। তারপর যা ঘটলো বাজি ধরে মেলাতে হবে, আগে থেকেই ঠিকঠাক বলতে পারবেন না।
সাধারণত খাবারের সন্ধানে মাঝেমধ্যেই লোকালয়ে চলে আসে হাতির দল। কখনো ধানক্ষেতে, কখনো গ্রামে ঢুকে, আবার কখনো রাস্তায় খাবারের গাড়ি দাঁড় করিয়ে হাতির খাবার খাওয়ার দৃশ্য দেখা যায়। সম্প্রতি এমনই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। খাবারের খোঁজে একটি বাড়িতে ঢুকে পড়েছিল পূর্ণবয়স্ক একটি হাতি। কিন্তু বিশালাকার শরীর নিয়ে সেই বাড়িতে ঢুকতেই আটকে পড়েছিল। ভিডিওতে দেখা যাচ্ছে, হাতিটি ছোট দরজা দিয়ে নিজের শরীরকে বের করে আনার চেষ্টা করছে।
নিচু হয়ে শরীরের সামনের দিকটা দরোজার বাইরে বের করতে পারলেও পেছনের অংশ আরো স্থূল হওয়ায় আটকে যায়। না, হাতি কিন্তু হাল ছাড়েনি। আরো নিচু হয়ে শরীরকে নানাভাবে বাঁকিয়ে এদিক ওদিক করে শেষমেশ ঠিকই বের হয়ে এসেছে। আটকে পড়ে কীভাবে খুব সাবধানে নিজেকে মুক্তি করলো হাতিটি, তা দেখে সত্যিই স্তম্ভিত হতে হয়। ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন আইএফএস আধিকারিক সকেত বাদোলা। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘বাজি ধরছি, এর থেকে ভালো কোয়ালিটি কন্ট্রোল ইনস্পেক্টর আগে কখনো দেখেননি।’
এক গ্রাহক বিস্ময় প্রকাশ করেছেন, ‘অত ছোট দরজা দিয়ে হাতিটি ঢুকল কীভাবে?’ আবার এক জন লিখেছেন, ‘ছোট্ট একটি দরজা দিয়ে হাতিটি যেভাবে বের হলো, তা সত্যিই অসাধারণ।’ একজন আবার রসিকতা করে বলেছেন, ‘এই ইনস্পেক্টর খুবই ভারি।’
Post a Comment