শুধু পাউরুটি খেয়েই বেঁচে আছে ১২ বছরের এই কিশোর

ODD বাংলা ডেস্ক: আর পাঁচজন সমবয়সীদের মতোই তার সব কিছু। তবে খাওয়া দাওয়া সবার থেকে আলাদা। বলা ভালো একেবাবেই আলাদা। তার খাবারের তালিকায় থাকে শুধু পাউরুটি ও দই। 

শুনলে অবাক হবেন, গত ১০ বছর ধরে একই খাবার প্রতিদিন খায় ওই কিশোর। অন্য কিছু মুখেই তোলে না। সন্তানকে অন্য খাবার খাওয়ানার চেষ্টা করেছে বাবা-মা। তবে সফল হননি। বরং অন্য কোনো খাবার মুখে দিলেই কাঁদতে শুরু করে দেয় ওই কিশোর। বলছি ব্রিটেনের নরফোক শহরের এশটন ফিশারের কথা। বয়স তার ১২ বছর। ওই কিশোরের খাদ্যাভাস নিয়ে খুব চিন্তিত তার মা-বাবা। প্রথম প্রথম অন্য কিছু খাওয়ানোর চেষ্টাও করতেন। তবে সফল না হয়ে ওই দম্পতি এশটনকে নিয়ে যান চিকিৎসকের কাছে।

এশটনের মা কারা জানান, 'আমার ছেলেকে চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলাম। তিনি সব পরীক্ষা করে জানালেন এশটনের খাবারের প্রতি ভয় রয়েছে। একে বলে ফুড ফোবিয়া। চিকিৎসক আমাদের জানান এশটন পাউরুটি ছাড়া অন্য কোনো খাবার দেখলেই ভয় পায়।' এশটনের খাওয়া দাওয়া নিয়ে তারা এখনও পর্যন্ত এই টুকু তথ্যই পেয়েছেন। তবে তার সন্তান খুব ভয় আর আতঙ্কের মধ্যে থাকে। সেটাই তাদের কাছে সবথেকে চিন্তার।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, অ্যাভোইডেন্ট রেস্ট্রিকটিভ ফুড ইন্টেক ডিসঅর্ডার রয়েছে এশটনের। সেই কারণে, নির্দিষ্ট দুই একটা খাবার ছাড়া অন্য কিছু দেখলে সে ভয়ে পেয়ে কান্নাকাটি শুরু করে।

যদিও বসে নেই ওই দম্পতি। বিভিন্ন ধরনের খাবার বানিয়ে দেওয়া হচ্ছে এশটনকে। সে পাউরুটি ছাড়া আর কি ভালোবাসে বা খেতে পারবে, তা বোঝার চেষ্টা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.