কলকাতা, হাওড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, নিরাপদে থাকার পরামর্শ হাওয়া অফিসের
ODD বাংলা ডেস্ক: কয়েক ঘণ্টার মধ্যে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া ও বাঁকুড়াতেও। বৃষ্টির সময় শহরবাসীকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে কলকাতা ও তার সংলগ্ন এলাকায়। সকাল থেকেই মেঘলা আকাশ শহরে। যদিও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে মাঝে মাঝে রোদের দেখা পাওয়া গিয়েছে। তবে থেকে থেকেই মেঘলা হচ্ছে আকাশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দিনভর দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
Post a Comment