১৪ বছর অপেক্ষার পরও পুজো দিতে পারেননি! ভক্তকে ৫০ লক্ষ টাকা দিতে নির্দেশ তিরুপতি মন্দিরকে


ODD বাংলা ডেস্ক: তিরুপতি মন্দিরে বিশেষ পুজো দিতে চেয়েছিলেন এক ব্যক্তি। অভিযোগ, গত ১৪ বছর ধরে অপেক্ষা করানোর পরও সেই পুজো দিতে ছাড়পত্র দেননি মন্দির কর্তৃপক্ষ। শেষমেশ, তামিলনাড়ুর সালেমের একটি ক্রেতাসুরক্ষা আদালতের দ্বারস্থ হন ওই ভক্ত। হয় বিশেষ পুজোর আয়োজন করা হোক, না হলে ওই ব্যক্তিকে এক বছরের মধ্যে ৫০ লক্ষ টাকা দিন মন্দির কর্তৃপক্ষ। এমনই নির্দেশ দিয়েছে আদালত। আদালতের তরফে এও বলা হয় যে, এই বিশেষ পুজোর জন্য ১২ হাজার ২৫০ টাকা দিয়েছিলেন ওই ভক্ত। ২০০৬ সাল থেকে সেই অঙ্কের সঙ্গে ২৪ শতাংশ সুদের হারে টাকা ফেরত দিতে হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.