তৃণমূলের সঙ্গে বিজেপি ও বাম আইনজীবীদের ধাক্কাধাক্কি, কলকাতা হাই কোর্টে নজিরবিহীন অশান্তি

ODD বাংলা ডেস্ক: কলকাতা হাই কোর্টে বেনজির অশান্তি। বিচারপতি রাজাশেখর মান্থারের এজলাসের বাইরে তৃণমূল আইনজীবীদের সঙ্গে বিজেপি এবং বাম আইনজীবীদের সঙ্গে ধাক্কাধাক্কি। বিষয়টি নিয়ে প্রথমেই বিচারপতি মান্থারের এজলাসে বিজেপি ও বাম আইনজীবীরা দৃষ্টি আকর্ষণ করেন। বিচারপতি মান্থা বলেন, “এজলাসের বাইরে হলে আমার কিছু করার নেই। তবে আদালতে অশান্তি হলে বিচারপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন।” আইনজীবীদের দাবি, “এরা প্রধান বিচারপতির এজলাসের বাইরেও একই ধরনের প্রতিরোধ করে তুলছে। কীভাবে কিছু সংখ্যক আইনজীবী আমাদের আদালতে ঢুকতে বাধা দিচ্ছে? এভাবে কাউকে আদালতে ঢুকতে বাধা দেওয়া যায়? প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে। প্রধান বিচারপতি মাস্টার অফ রোস্টার। তিনি ঠিক করবেন কার ঘরে কী শোনা হবে।”

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.