বিধায়কের বিরুদ্ধে পদ বিক্রির অভিযোগ, ঘুষ কেলেঙ্কারির ঘটনায় অস্বস্তিে তৃণমূল


ODD বাংলা ডেস্ক: নতুন অস্বস্তিতে তৃণমূল। এবার পদ বিক্রির অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিধায়কের বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের করিমপুরের বিধায়ক ব্লক সভাপতি করার নামে ৭ লক্ষ টাকার ঘুষ নিয়েছিলেন। কিন্তু ঘুষ নিয়েও তিনি তাঁকে ব্লক সভাপতি পদ পাইয়ে দিয়ে পারেননি। তারপরই মোটা টাকা ঘুষ দেওয়ার অভিযোগ সামনে এসেছে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহরায়ের বিরুদ্ধে মোটা টাকা ঘুষ নেওয়ার অভিযোগ দায়ের করেন তৃণমূলেরই এক নেতা। কৃষ্ণনগরের পুলিশ সুপারের কাছে তিনি অভিযোগ করেন, করিমপুর ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি পদ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে দলের তহবিলের নামে সাত লক্ষ টাকা নিয়েছেন বিধায়ক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.