‘অনেক হয়েছে আর নয়’, রাজনীতি ছাড়তে চান তৃণমূলের এই বিধায়ক



ODD বাংলা ডেস্ক: রাজনীতি থেকেই সরে যেতে চান তিনি। একথা দলকে নাকি আগে জানিয়েও ছিলেন। তবে এবার পাকাপাকিভাবেই সেই সিদ্ধান্ত নিতে চান তাপস রায়।''সময় এলেই দলকে জানাব। আমায় ধরে রাখা কঠিন।''রবিবার ভাইরাল হওয়া একটি ভিডিও-য় একথা বলতে শোনা গিয়েছে তৃণমূলের বরাহনগরের বর্ষীয়ান বিধায়ক তাপস রায়কে।দলের একনিষ্ঠ কর্মী হিসেবেই কাজ করে গিয়েছেন। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা তাপস রায় একটা সময় ছাত্র পরিষদের সভাপতিও ছিলেন। কংগ্রেসে সোমেন মিত্রের অন্যতম ঘনিষ্ঠ ছিলেন তাপস রায়। পরে কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সঙ্গে যুক্ত হন তাপস। ২০১১ সালে তাপস রায়েকে টিকিটি দেয় তৃণমূল। তারপর থেকে পরপর তিনবারের বিধায়ক তিনি। ২০১৯ সালে রাজ্য মন্ত্রিসভাতেও জায়গা পেয়েছেন তাপস রায়। যদি একুশের ভোটের পরে অবশ্য তাপস রায়কে আর মন্ত্রী করেননি মমতা বন্দ্যোপাধ্যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.