বিলকিসের দোষীদের মুক্তির প্রতিবাদে টানা ৪৮ ঘণ্টার ধর্নায় তৃণমূল মহিলা কংগ্রেস
ODD বাংলা ডেস্ক: গত ২৯ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন ধর্না অবস্থান করার। নির্দেশ মতোই কাজ। আজ ও আগামিকাল ধর্মতলার গান্ধি মূর্তির পাদদেশে ধর্নায় বসল মহিলা তৃণমূল কংগ্রেস। বিলকিস বানোর ঘটনায় আগেই প্রতিবাদ জানিয়েছিল তৃণমূল। এ বার দলনেত্রীর নির্দেশ পেয়েই সরাসরি ধর্না অবস্থান শুরু করেছে মহিলা তৃণমূল কংগ্রেস। দিন কয়েক আগেই নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি-সহ একঝাঁক ইস্যুতে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে এক প্রতিবাদ মিছিলে শামিল হয়েছিলেন। আর গত ২৯ অগাস্ট তৃণমূল কংগ্রেস সুপ্রিমো সভামঞ্চ থেকেই চন্দ্রিমার নাম করে বিলকিস ইস্যুতে প্রতিবাদে নামার নির্দেশ দেন।
Post a Comment