উৎসবের আবহে ফের কাশ্মীর সীমান্তে নাশকতার ছক বানচাল, কুপওয়াড়ায় নিকেশ ২ জেহাদি
ODD বাংলা ডেস্ক: উৎসবের মরশুমে ফের ভারতে নাশকতার ছক বানচাল করল সেনাবাহিনী ও পুলিশ। জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ায় LoC বরাবর অভিযান চালিয়ে অজ্ঞাতপরিচয় দুই জঙ্গিকে নিকেশ করল যৌথবাহিনী। মাচিল সেক্টর থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি অস্ত্রশস্ত্র। কাশ্মীর পুলিশের তরফে টুইট করে জানানো হয়েছে এই তথ্য।রবিবার কুপওয়াড়ার তেকরি নার এলাকায় নিয়ন্ত্রণরেখার কাছে যৌথবাহিনীর অভিযানে ২ জঙ্গি গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায়। তাদের পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। সেখান থেকে দুটি AK 47 রাইফেল, দুটি পিস্তল, চারটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, উৎসবের সময় এদেশে বড়সড় নাশকতার পরিকল্পনা ছিল তাদের। আগাম সতর্কতা হিসেবে সেই ছক বানচাল করেছে পুলিশ।
Post a Comment