কর্পোরেট দুনিয়া ছেড়ে পড়ে থাকা জমিতে এই ফলের চাষ করে কোটিপতি তরুণ ইঞ্জিনিয়ার


ODD বাংলা ডেস্ক: পতিত জমিতে ফসল ফলিয়ে কোটি কোটি টাকা রোজগার করে তাক লাগালেন উত্তরপ্রদেশের এক ইঞ্জিনিয়ার৷ ইঞ্জিনিয়ারিং পাশ করেও কর্পোরেট চাকরির মোহ ত্যাগ করে পতিত জমিতে ড্রাগন ফ্রুটের চাষ করে এখন কোটিপতি অতুল মিশ্র।উত্তরপ্রদেশের শাহজাহানপুরে আল্লাহগঞ্জ থানার চিলাহুয়া গ্রামের বাসিন্দা অতুল চেন্নাই থেকে কম্পিউটার সায়েন্সে বিটেক করেন৷ কিন্তু ইঞ্জিনিয়ারিং পাশ করার পর মোটা বেতনের চাকরি তিনি ইচ্ছে করেই নেননি৷ বরং তিনি তাঁর গ্রামের মানুষের জন্য কিছু করতে চেয়েছিলেন। ইন্টারনেট খুঁজে তিনি ড্রাগন ফ্রুট চাষ করার কথা ভাবেন৷ ২০১৮ সালে মহারাষ্ট্রের শোলাপুর থেকে তিনি ড্রাগন ফ্রুটের চারা প্রথম বার কেনেন৷ তারপর পারিবারিক মালিকানার পরিত্যক্ত জমিতে চাষ করেন৷ড্রাগন ফ্রুট চাষের পাশাপাশি তিনি এই গাছের চারা বিলিও করছেন বিহার, মধ্যপ্রদেশ ও হরিয়ানার কৃষকদের মধ্যে৷ উৎসাহীদের ড্রাগনফ্রুট চাষ নিয়ে পরামর্শও দেন অতুল৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.