বাদ ‘উৎকল’ ও ‘বঙ্গ’, যোগী রাজ্যের স্কুলের পাঠ্য বইয়ে জাতীয় সংগীতের ‘বিকৃতি’! বিতর্ক তুঙ্গে


ODD বাংলা ডেস্ক: স্কুলের পাঠ্য বইতে জাতীয় সংগীতকে বিকৃত করে ছাপার অভিযোগ। যা নিয়ে এবার বিতর্কের মুখে পড়ল যোগী সরকার। সংবাদ সংস্থা সূত্রে খবর, উত্তরপ্রদেশের প্রায় আড়াই থেকে ৩ লাখ স্কুলের বইতে বিকৃত করে জাতীয় সংগীত ছাপা হয়েছে। সেখানে ‘উৎকল’ এবং ‘বঙ্গ’ শব্দ দু’টি বাদ দেওয়া হয়েছে বলে দাবি করেছে ওই সংবাদ সংস্থা। উত্তরপ্রদেশে প্রশাসন সূত্রে খবর, এই ভুল সরকারের তরফে হয়নি। ভুল করেছে প্রকাশক সংস্থা। ভুলটি নজরে আসার পরই ওই বইগুলি বদলে দেওয়া হয়েছে বলেও সাফাই দিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন।বিষয়টি নজরে আসার পরই, ওই বই বিলি বন্ধ রাখে উত্তরপ্রদেশে প্রশাসন। পাশাপাশি, ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.