‘গরিব হতে পারি, ১০ হাজার টাকায় বিক্রি হব না’, যৌনতায় রাজি না হওয়ায় খুন তরুণী
ODD বাংলা ডেস্ক: ‘গরিব হতে পারি। কিন্তু মাত্র ১০ হাজার টাকার জন্য নিজেকে বিক্রি করে দিতে পারব না।’ মৃত্যুর আগে নিজের বান্ধবীকে মেসেজ করেছিলেন উত্তরাখণ্ডের ১৯ বছরের তরুণী অঙ্কিতা ভাণ্ডারী। যার মৃত্যু ঘিরে এখন রীতিমতো উত্তাল দেবভূমির রাজনীতি। যত দিন যাচ্ছে ততই বিজেপি নেতার ছেলে তথা অঙ্কিতা খুনের মূল অভিযুক্ত পুলকিত আর্যর একের পর এক কুকীর্তি প্রকাশ্যে আসছে।ঘটনার সূত্রপাত দিন সাতেক আগে। উত্তরাখণ্ডের হৃষিকেশের কাছে বিজেপি নেতা বিনোদ আর্যর ছেলে পুলকিত আর্যর ছেলের রিসর্টে কর্মরত ১৯ বছরের রিসেপশনিস্ট অঙ্কিতে নিখোঁজ হয়ে যান ১৮ সেপ্টেম্বর। পরে জানা যায় ওই রিসর্টের মালিক পুলকিত এবং রিসর্টের ম্যানেজার ও এক কর্মী মিলে অঙ্কিতাকে খুন করেছে। প্রায় দিন পাঁচেক নিখোঁজ থাকার পর হৃষিকেশের একটি খালের ধার থেকে অঙ্কিতার দেহ পাওয়া গিয়েছে।
Post a Comment