'হিন্দুদের উৎসবের জন্য বাড়তি পুলিশ পাহাড়া প্রয়োজন', ব্রিটেনে বিদ্বেষ প্রসঙ্গে টুইট বিবেক অগ্নিহোত্রীর
ODD বাংলা ডেস্ক: ইংল্যান্ডের লেস্টারে হিন্দু মন্দিরে হামলা, ঘটনায় তীব্র নিন্দা করে ভারতীয় হাই কমিশন। ক্রিকেট ম্যাচকে ঘিরে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল ব্রিটেন। East Leicester-র পুলিশের তরফে টুইটে জানানো হয়েছিল নবরাত্রি আর দীপাবলীর সময় ব্রিটেনে নিরাপত্তা বাড়াতে পুলিশ মোতায়েন করা হবে। টুইটে East Leicester-র তরফে লেখা হয়েছিল "নবরাত্রি আর দীপাবলী যতে প্রত্যেকবারের মতো এবারেও পালনে কোনওরকম অসুবিধা না হয় সেই বিষয়ই আমরা সকলকে উৎসাহ দিতে চাই। সকলের জন্য কড়া পুলিশি নিরাপত্তা থাকবে।" এই ঘটনার তীব্র নিন্দা করে পালটা টুইট করেন বলিউড পরিচলক বিবেক অগ্নিহোত্রী। ২৩ সেপ্টেম্বর পরিচালক নিজের মত পোষণ করে টুইটে লিখেছেন, "কোনওদিন কি কেউ ভেবেছিল হিন্দুদের উৎসব পালনের জন্য পুলিশ পাহাড়ার প্রয়োজন হবে? আমাদের চারপাশে কত শত্রু রয়েছে সেই প্রমাণ তো রয়েছে।"
Post a Comment