'প্যাড চাইছ! এরপর কি কন্ডোম চাইবে?'
ODD বাংলা ডেস্ক: মেয়েদের ঋতুকালীন স্বাস্থ্য নিয়ে সরকারি তরফে প্রচার প্রায়শই চলে। কিন্তু সেই মেয়েরাই যখন সরকারি তরফে কম খরচে স্যানিটারি প্যাডের দাবি তোলে, তখন কী শুনতে হয় তাদের? 'এবার তো সরকারের থেকে জিন্স, জুতো চাইবে! তারপর হয়তো দাবি করবে, সরকার তোমাদের পরিবার পরিকল্পনা শেখাবে, কন্ডোমও দেবে...' ২০-৩০ টাকায় সরকারি তরফে স্কুলে স্যানিটারি ন্যাপকিন দেওয়ার দাবি তুলে আইএএস অফিসারের থেকে এমন জবাবই শুনতে হয়েছে একজন স্কুলপড়ুয়াকে! সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল সেই ভিডিয়ো। অভিযুক্ত আইএএস অফিসার হরজ্যোৎ কৌর ভামরার অবশ্য দাবি, তিনি মোটেই এ ধরনের কথা বলেননি, তাঁর বক্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে।
Post a Comment