আচমকা হাওয়া বদল! আগামীদিনে কেমন থাকবে আবহাওয়া, জানুন

ODD বাংলা ডেস্ক: ফের নিম্নচাপের ভ্রুকুটি। মঙ্গলবারের মধ্যে নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। নিম্নচাপের প্রভাবে ওড়িশাতে প্রবল বৃষ্টি হবে। বাংলার উপকূলের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। মহালয়ার আগে দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা। উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ঘূর্ণাবর্ত আগামী ২৪-৪৮ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে। অভিমুখ ওড়িশার দিকে।উত্তর বঙ্গোপসাগরে বাংলা ও ওড়িশা উপকূলে এটি নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপের জেরে সমুদ্রে ৪৫-৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে, সমুদ্র উত্তাল হবে।মঙ্গলবার রাতের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.