নাগাড়ে বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, আজও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের পূর্বাভাস জারি হাওয়া অফিসের

ODD বাংলা ডেস্ক: রাতভর দফায় দফায় ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার সকালেও বৃষ্টি থামার চিহ্ন নেই। ঘন কালো মেঘের চাদরে ঢাকা শহরের আকাশ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবারও দিনভর ভারী বৃষ্টি হতে পারে।বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ কিছুটা দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। তবে দুর্বল হলেও তার প্রভাবে দক্ষিণবঙ্গে নাছোড় বৃষ্টি। সোমবার সারাদিন দফায় দফায় ভিজেছে কলকাতা ও সংলগ্ন এলাকা। মঙ্গলবারও কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়ায় কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.