ঘূর্ণাবর্তের চোখ রাঙানি, দিনভর বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

ODD বাংলা ডেস্ক:  আরও একবার নিম্নচাপের কালো মেঘ, পুজো নিয়ে চিন্তায় রাজ্যবাসী। আবহাওয়ার মেজাজ নিয়ে বেজায় বিরক্ত আম নাগরিক। মরশুমের শুরু দিকে বৃষ্টির জন্য কার্যত চাতক পাখির মতো অপেক্ষা করেছেন সাধারণ মানুষ। কিন্তু, প্রত্যাশা মেটায়নি বৃষ্টি। এদিকে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে পুজোর দিন। সেই সময় একের পর এক নিম্নচাপ তৈরি হওয়ার রীতিমতো আশঙ্কায় রাজ্যবাসী। প্রশ্ন উঠছে, পুজোয় কি ভাসবে দক্ষিণবঙ্গ? এই আশঙ্কার মধ্যে নতুন করে আশঙ্কার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। ফের তৈরি হতে পারে নিম্নচাপ। সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্তের আশঙ্কাও। এর প্রভাব আগামী চার দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.