একাধিক মন্ত্রীদের বসার জায়গা বদল, বিধানসভায় আজ থেকে বদলে যাচ্ছে ঘরের সমীকরণ

ODD বাংলা ডেস্ক: বুধবার থেকে বিধানসভায় বিশেষ অধিবেশনের শুরুতেই বদলে যাচ্ছে মন্ত্রীদের ঘরের সমীকরণ। গত বছর কালীপুজোর দিন প্রয়াত হন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এর পর বিধানসভায় একতলার ঘর থেকে তাঁর নেমপ্লেট সরিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। তাই বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের একটি ঘরে বসার ব্যবস্থা ছিল তাঁর।মুখ্যমন্ত্রী আর সুব্রত মুখোপাধ্যায়ের ঘরের মধ্যে ছিল কেবল প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘরটি। তাঁকে গ্রেফতার করেছে ইডি। তাই তাঁর ঘরেও নেমপ্লেট খুলে তালা ঝোলানো হয়েছে।বুধবার থেকে বিশেষ অধিবেশন শুরু হচ্ছে। এই অধিবেশনে রাজ্যের একাধিক বিধায়ক মন্ত্রী হিসাবে নতুন দায়িত্ব পেয়েছেন। এই অবস্থায় ঘরে বেশ কিছু বদল আনা হয়েছে ৷ সুব্রত মুখোপাধ্যায়ের ঘরটি দেওয়া হয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। ব্রাত্য বসুর আগের ঘরটি দেওয়া হয়েছে সদ্য মন্ত্রিসভায় জায়গা পাওয়া রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিককে। একতলার সুব্রতের পাশের ঘরটি বরাদ্দ ছিল প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রের জন্য। তাঁর ঘরটি দেওয়া হয়েছে বর্তমান অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে। দোতলায় তাঁর ঘরটি দেওয়া হচ্ছে বালিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়কে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.