বাংলার দিক থেকে কি মুখ সরাল নিম্নচাপ? কী বলছে হাওয়া অফিস



ODD বাংলা ডেস্ক: বাংলার দিক থেকে মুখ সরিয়েছে নিম্নচাপ। তাই পুজোর আগে বঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ।এ খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছে বঙ্গবাসী। দক্ষিণবঙ্গজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোসাগরের নিম্নচাপ ওড়িশার উপর দিয়ে ছত্রিশগড়ের দিকে অভিমুখ নিয়েছে। এর প্রভাবে ওড়িশাতে ও ছত্রিশগড়ে আজ বিকেল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।তবে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হবে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগণায় বৃষ্টি একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে। বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.