শক্তি হারিয়েছে নিম্নচাপ, কিন্তু আজও দুর্যোগের সম্ভাবনা এইসব জেলায়


ODD বাংলা ডেস্ক:  মঙ্গলবারও দিনভর শহরে বৃষ্টি হয়েছে শহরে। আকাশ ছিল মেঘলা। তাপমাত্রা একধাক্কায় নেমেছিল অনেকটাই। বুধবারও পরিস্থিতির বিশেষ উন্নতি হবে না, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এদিনও দিনভর আকাশ থাকবে মেঘলা। রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। বুধবারও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে দফায় দফায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি এবং গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ। বৃষ্টিপাতের জেরে একধাক্কায় কমেছে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার থেকে কলকাতার আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হতে চলেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.