আরও শক্তি বাড়াবে নিম্নচাপ, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গী ঝোড়ো হাওয়া

ODD বাংলা ডেস্ক: হাতে গোনা কয়েকদিনে পুজোর প্রস্তুতি সারার মাঝে সবথেকে বড় বাধা এই বর্ষাসুর।আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার দিনভর আবহাওয়া এমনই থাকবে। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে উপকূলের জেলাগুলিতে ভোগাবে ঝোড়ো হাওয়া। তবে বাড়তে পারে বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ অবস্থান করছে, যার অভিমুখ ওড়িশা উপকূলের দিকে। আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি বাড়াবে এই নিম্নচাপ। এছাড়া মৌসুমী অক্ষরেখা রাঁচি থেকে বালাসোর হয়ে এই নিম্নচাপের উপর পর্যন্ত বিস্তৃত। এর জেরে বঙ্গে কপালে বৃষ্টিপাতের ভোগান্তি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.