ভাদ্রের ভ্যাপসা গরম, পুজোর আগে অস্বস্তিকর আবহাওয়া রাজ্যে
ODD বাংলা ডেস্ক: ভাদ্র মাসের অস্বস্তিকর গরম নিয়েই মাথাব্যথা রাজ্যবাসীর। উত্তরবঙ্গে যদিও আজও ভারী বৃষ্টি। ফলে নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ বৃষ্টি হবে। চূড়ান্ত আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে দক্ষিণবঙ্গবাসীকে। সকাল থেকেই শহর ও শহরতলীতে রোদ জ্বলমলে আকাশ। তবে বেলা গড়াতে মেঘের আনাগোনা হবে।গতকালের মত শহরে আংশিক এলাকায় দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত অস্বস্তিকর আবহাওয়াও বৃদ্ধি পাবে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেড়ে হয়েছে ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
Post a Comment