প্রায় আড়াই বছর পরে কোভিড অতিমারি থেকে মুক্তি পেতে চলেছে বিশ্ব

ODD বাংলা ডেস্ক: প্রায় আড়াই বছর পরে কোভিড অতিমারি থেকে মুক্তি পেতে চলেছে পৃথিবী! বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস জানিয়েছেন, গোটা বিশ্বে করোনাভাইরাস সংক্রমণ 'নাটকীয় ভাবে কমে গিয়েছে'। তাঁর কথায়, ‘করোনার শেষ দেখা যাচ্ছে।’ গত এক সপ্তাহে সবচেয়ে কম সংখ্যক মানুষ নতুন করে সংক্রমিত হয়েছেন করোনায়। ২০২০ সালের মার্চ মাসের পর এই প্রথম এত কম সাপ্তাহিক সংক্রমণ। যদিও আমেরিকা ও ব্রিটেনে বিএ.৪.৬ নামে ওমিক্রনের একটি উপপ্রজাতি ছড়াচ্ছে বলে ওই দুই দেশের সরকারি সূত্রে জানা গিয়েছে। কিন্তু তাতেও ভয়ের কিছু দেখছে না হু। বরং অতিমারির শেষ দেখতে পাচ্ছে তারা। তবে অ্যাডানম জানিয়েছেন, এখনই শিথিলতা দেখানো উচিত হয়। তাঁর কথায়, ‘‘ম্যারাথন প্রতিযোগিতায় ফিনিশিং লাইনের কাছে এসে দৌড় থামিয়ে দেওয়া কখনওই উচিত নয়।’’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.