বিশ্বের সেরা ১০ ফুড ডেলিভারি সংস্থার তালিকা প্রকাশ, চমক Zomato-Swiggy-র
ODD বাংলা ডেস্ক: মার্কিন ফেডের সুদের হার বৃদ্ধির অভিঘাত সারা বিশ্বের শেয়ার বাজারেই পড়েছে। ব্যতিক্রম নয় ভারতীয় বাজারও। এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছে সবাই। তার মধ্যেই ভারতীয় অনলাইন ‘Food Delivery’ কোম্পানিগুলির জন্য সুখবর। কারণ, বিশ্বের সেরা প্রথম ১০টি ‘Food Delivery’ কোম্পানির মধ্যে Zomato এবং Swiggy জায়গা করে নিয়েছে। কানাডাস্থিত আন্তর্জাতিক গবেষণা সংস্থা ETC Group-এর সাম্প্রতিকতম এক রিপোর্ট জানাচ্ছে যে, বিশ্বের 'Top 10' অনলাইন ‘Food Delivery’ কোম্পানির মধ্যে Swiggy রয়েছে ৯ম স্থানে এবং Zomato রয়েছে 10-এ। এর মধ্যে চিনের Meituan, ব্রিটেনের Deliveroo এবং মার্কিন যুক্তরাষ্ট্রের Uber Eats যথাক্রমে প্রথম ৩টি স্থান দখল করেছে। Venture Capital এবং Technology Investment-এর মাধ্যমে অনলাইন ডেলিভারি খাতে নতুন জোয়ার এসেছে ঠিকই। তবে এখনও উল্লেখযোগ্য মুনাফা হওয়াটা বাকি রয়েছে।
Post a Comment